আবহাওয়া, দূষণ এবং লাইফস্টাইলের কারণে মেয়েদের চুল পাতলা হয়ে যাওয়া খুব সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অনেকেই ভাবেন, পাতলা চুলে ঠিকভাবে স্টাইল করা যায় না, তাই হয়তো মনমতো সাজগোজও করা সম্ভব নয়। কিন্তু বাস্তবতা হচ্ছে, সঠিক যত্ন ও কিছু সহজ কৌশলের মাধ্যমে পাতলা চুলকেও ঘন ও প্রাণবন্ত দেখানো যায়। চলুন জেনে নেওয়া যাক পাতলা চুলকে ঘন দেখানোর কিছু কার্যকর উপায়।
শ্যাম্পু পরিবর্তন করুন
অনেকেই বছরের পর বছর একই শ্যাম্পু ব্যবহার করেন। শ্যাম্পুর কার্যকারিতা কমে যায়। বিশেষজ্ঞদের মতে, সময়ের সঙ্গে সঙ্গে চুলের ধরন ও প্রয়োজন বদলায়, তাই শ্যাম্পুও পরিবর্তন করা উচিত। ভলিউম বুস্টিং বা লাইটওয়েট শ্যাম্পু ব্যবহার করলে চুল আরও ঘন দেখায় এবং স্ক্যাল্পও পরিষ্কার থাকে।
সঠিকভাবে কন্ডিশনার ব্যবহার করুন
চুলের কন্ডিশনার অনেকেই পুরো চুলে লাগান, যা আদতে চুলকে ভারী ও চিটচিটে করে তোলে। কন্ডিশনার সবসময় চুলের গোড়া বাদ দিয়ে শুধু নিচের অংশে লাগানো উচিত। এতে চুল নরম ও মসৃণ হয়, কিন্তু ভলিউম নষ্ট হয় না। পাশাপাশি চুলে সিরাম ব্যবহারে জট কমে এবং চুল আরও প্রাণবন্ত দেখায়।
ব্লো ড্রায়ার ব্যবহার করুন
চুল শুকানোর সময় ব্লো ড্রায়ার ব্যবহার করলে দ্রুত শুকায় এবং চুলে বাড়তি ভলিউম আসে। বিশেষ কৌশল হলো, মাথা নিচু করে উল্টোভাবে চুল শুকানো। এতে চুলের গোড়ায় বাতাস ঢোকে এবং চুল তুলনামূলকভাবে আরও ঘন দেখায়। শেষে সরাসরি মাথা তুলেই চুলকে সেট করুন, পার্থক্য চোখে পড়বেই।
রোলার ব্যবহার করুন
চুলে প্রাকৃতিক বাউন্স পেতে রোলার দারুণ কার্যকর। ধুয়ে ও শুকিয়ে নেওয়ার পর সামনের চুলে বড় সাইজের রোলার ব্যবহার করুন এবং ক্লিপ দিয়ে সেট করুন। ১০-১৫ মিনিট রাখলেই চুলে একটি ন্যাচারাল লিফট তৈরি হয়, যা পুরো হেয়ারস্টাইলকেই ঘন দেখাতে সাহায্য করে।
ব্যাক-কম্বিং
চুলে ভলিউম আনতে ব্যাক-কম্বিং একটি ক্লাসিক ট্রিক। সামনের কিছু অংশ বাদ দিয়ে পেছনের দিক থেকে হালকা করে চুল আঁচড়ে নিন। অতিরিক্ত ব্যাক-কম্বিং না করে হালকাভাবে করলে চুল নষ্ট হওয়ার ঝুঁকি থাকে না কিন্তু চেহারায় একটি নতুন মাত্রা যোগ হয়।
ড্রাই শ্যাম্পু ব্যবহার করুন
ব্যস্ত জীবনে সময় না থাকলেও ড্রাই শ্যাম্পু হতে পারে আপনার বেস্ট ফ্রেন্ড। এটি শুধু চুলের অতিরিক্ত তেল দূর করেই নয়, বরং চুলকে ঘন ও ফ্রেশ দেখাতেও সাহায্য করে। বিশেষ করে কোনো অনুষ্ঠানের আগে ব্যবহার করলে তাৎক্ষণিকভাবে চুল প্রাণবন্ত দেখায়।
সঠিক হেয়ার কাট নিন
চুলের কাটিংও চুল ঘন দেখানোর অন্যতম উপায়। তিন-চার মাস পর পর হেয়ার কাট করলে ড্যামেজ কমে এবং চুলে নতুন লুক আসে। পাতলা চুলে লম্বা কাট না রেখে একটু ছোট রাখলে ঘন দেখায়। লেয়ার, ভলিউম লেয়ার কিংবা বব কাট—এই ধরনের কাট চুলের ঘনত্ব বাড়িয়ে দেয় চেহারায় স্টাইলিশ লুক আনে।
আপনার মতামত লিখুন :