Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ৮ মাঘ ১৪৩১
বিপিএল ২০২৫

রাজশাহীকে হারিয়ে জয়ে ফিরল চিটাগং কিংস


দৈনিক পরিবার | ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ২০, ২০২৫, ১০:৫০ পিএম রাজশাহীকে হারিয়ে জয়ে ফিরল চিটাগং কিংস

চলমান বিপিএলে ঘরের মাঠে প্রথম ম্যাচে জয় পেলেও পরের দুই ম্যাচে হারতে হয়েছে চিটাগং কিংসকে। তবে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য দিয়ে দুর্বার রাজশাহীর বিপক্ষে মাঠে নেমেছিল স্বাগতিকরা। এই ম্যাচে রাজশাহীকে ১১১ রানের ব্যবধানে হারিয়ে জয়ে ফিরেছে বন্দরনগরীর দলটি।
সোমবার (২০ জানুয়ারি) আগে ব্যাট করতে নেমে রাজশাহীকে ১৯২ রানের লক্ষ্য দিয়েছিল চিটাগং কিংস। ৪ বল হাতে থাকতেই ৮০ রানে অলআউট হয় রাজশাহী। এতে ১১১ রানের বড় জয় পায় চিটাগং।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় রাজশাহী। ২ বলে ৪ রান করে ইনিংসের ষষ্ঠ বলে সাজঘরে ফেরেন। ৭ বলে ৯ রান করে তাকে সঙ্গে দেন মোহাম্মদ হারিস। তিনে ব্যাট করতে নেমে এনামুল লড়াই করার চেষ্টা করলেও ব্যর্থ হয়ে ফেরেন ইয়াসির আলী (৫) এবং আকবর আলী (১০)।
সতীর্থদের আশা যাওয়ার মিছিলে নিজে ধরে রাখতে পারেনি আগের ম্যাচের সেঞ্চুরিয়ান এনামুল হক বিজয়। ২১ বলে ২১ রান করে ক্যাচ আউট হন তিনি। এরপর মার্ক দয়াল (৬), সানজামুল হক (৭), তাসকিন আহমেদ (৩) এবং মোহর শেখ ১ রানে আউট হলে ৩৪ বল হাতে থাকতেই ৮০ রানে অলআউট হয় রাজশাহী। এতে ১১১ রানের বড় জয় পায় চিটাগং।
চিটাগং কিংসের হয়ে শরিফুল ইসলাম ও নাঈম ইসলাম দুটি করে উইকেট শিকার করেন। এ ছাড়াও ফার্নান্দো, আরাফাত সানি, খালেদ আহমেদ, রাহাতুল ফেরদাউস ও শামীম হোসেন একটি উইকেট শিকার করেন।
এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। ৪ বলে ৭ রান করে শুরুতেই আউট হন উসমান খান। তবে গ্রাহাম ক্লার্ককে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন আরেক ওপেনার নাঈম ইসলাম।
দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে ৪৩ রান তুলতে পারে চিটাগং। ২৮ বলে ৪৫ রান করে গ্রাহাম আউট হলেও ৩৬ বলে ফিফটি তুলে নেন নাঈম। এর পর পিচে থাকতে পারেননি তিনি। ৪১ বলে ৫৬ রান করেন এই ডান হাতি ওপেনার।
এরপর পিচে এসে ব্যাট চালাতে থাকেন মিথুন। তবে ২০ বলে ৩২ রান করে চিটাগং অধিনায়ক আউট হলে ছন্দ হারায় দল। এরপর শামীম (৫) রান এবং ৮ বলে ১৬ রান করেন রাহাতুল ফেরদৌস। তবে এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন হায়দার আলী। এই পাকিস্তানি ব্যাটারের ১৪ বলের ২৫ রানে ভর করে ৮ উইকেট হারিয়ে ১৯১ রানের বড় পুঁজি পেয়েছিল চিটাগং কিংস।

Side banner