মৌলভীবাজারের কমলগঞ্জে ক্যাশ মানি নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) সন্ধ্যা-সাড়ে ৭টায় উপজেলার পৌর এলাকার কুমড়াকাপন খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে ও যুক্তরাজ্য প্রবাসী মাহমুদুল হাসান রুমন ও বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ আল মামুন এর সার্বিক সহযোগিতায় কুমড়াকাপন এলাকায় অবস্থিত সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসা সংলগ্ন মাঠে এই টূর্ণামেন্ট এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও উত্তরীয় দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
উদ্বোধনী প্রথম খেলায় উপজেলার শমশেরনগর সুরমা একাডেমিতে ট্রাইবেকারে এস আর স্পোটিং কুমড়া কাপন ১-০ গোলে পরাজিত করে এবং অপর খেলায় রামিম একাদশ কুমড়া কাপন একাদশকে ট্রাইবেকারে ১-০ গোলে পরাজিত করে। খেলায় সর্বমোট ৩২ টি দল অংশগ্রহণ করে।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি হাজী মো: নোমান আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: খালেদ সাইফুল্লাহর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ জামায়াতে ইসলামীর মৌলভীবাজার জেলা আমীর মাও: আব্দুর রহমান। গেষ্ট অব অর্নার হিসেবে উপস্থিত ছিলেন-কমলগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর গোলাম মুগ্নী মুহিত।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কমলগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কামরুল ইসলাম, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর শাখার আমীর মো. আব্দুল হাই, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর উপজেলা শাখার সভাপতি আব্দুস সালাম প্রমুখ।
এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :