গাইবান্ধা জেলা শহরের শাহ্ আব্দুল হামিদ স্টেডিয়ামে গাইবান্ধা সদর উপজেলা ও পলাশবাড়ী উপজেলার মধ্যকার টি-টোয়েন্টি ক্রিকেটের ফাইনাল খেলাটি ১৪ ই জানুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় প্রথমে টস জিতে গাইবান্ধা সদর উপজেলা ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। সদর উপজেলা প্রথমে ব্যাটিং করে ১৯.৪ ওভারে সব উইকেট হারিয়ে ১২২ রান করে। সদর উপজেলা পলাশবাড়ী উপজেলাকে ১২৩ রানের টার্গেট প্রদান করে । পলাশবাড়ী উপজেলা ফিল্ডিং শেষ করে ১২৩ রানের টার্গেটে ব্যাটিং করতে মাঠে নামে। ১৯.৫ বল ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে ১২৩ রান করে শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় লাভ করে পলাশবাড়ী উপজেলা। পলাশবাড়ী উপজেলা ১২৩ রান করে বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন দল হিসেবে নির্বাচিত হন। আর গাইবান্ধা সদর উপজেলা পরাজিত হয়ে রানার্সআপ হিসাবে নির্বাচিত হন। খেলা শেষে বিকেলে গাইবান্ধা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী মোয়াজ্জম আহমদ উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দলকে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন ও রানার্সআপ দলকে রানার্সআপ ট্রফি তুলে দেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পরিষদের প্রধান নির্বাহী আব্দুর রউফ তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ হেদায়েতুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সহ সভাপতি শহিদুজ্জামান শহীদ, জেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাডভোকেট হামিদুল হক সানা। জেলা ক্রিড়া অফিসার মোঃ আলমগীর হোসেন উপস্থিত ছিলেন। গাইবান্ধা সদর উপজেলা ও পলাশবাড়ী উপজেলার মধ্যে ফাইনাল খেলা হওয়ার উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সদর উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। পলাশবাড়ীর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। ম্যান অব দ্যা খেলোয়াড় হন পলাশবাড়ী দলের রাকিব। সেরা বলার নির্বাচিত হন পলাশবাড়ী উপজেলা দলের সজীব। সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে নির্বাচিত হন গাইবান্ধা সদর উপজেলার খেলোয়াড় মাহমুদুল হাসান লিমন। তারুণ্যের উৎসব তরুণদের সম্পৃক্তকরণে গাইবান্ধা জেলা প্রশাসক টি-টোয়েন্টি ক্রিকেটের মধ্য দিয়ে দীর্ঘদিনের ক্রিকেট প্রেমীদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। যা স্টেডিয়াম জুড়ে তরুণ তরুণী স্কুলের শিক্ষক শিক্ষার্থী নানা পেশার মানুষ উপস্থিত হয়ে খেলাটি উপভোগ করেছেন। খেলাটি সরাসরি সম্প্রচার করে রেডিও সারাবেলা। রেডিও সারাবেলা খেলাটি সরাসরি তাদের পেজে সম্প্রচার করায় অসংখ্য ক্রিকেট প্রেমী তাদের মোবাইলে লাইভ সম্প্রচারটি দেখে আনন্দিত হয়েছে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েকজন তরুণ জানান গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ এরকম একটি টুনামেন্ট আয়োজন করবে আমরা কল্পনায় করতে পারেনি।গাইবান্ধা জেলা প্রশাসককে সর্বস্তরের ক্রিকেটপ্রেমী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সেই সঙ্গে আহ্বান জানিয়েছেন ভবিষ্যতে তরুণদের খেলায় অগ্রগামী করতে আরো বেশি বেশি টুর্নামেন্টের আয়োজন করার জন্য।
আপনার মতামত লিখুন :