এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এ শ্লোগান কে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ বুধবার সকাল সাড়ে দশটায় সিমলা বাজারের গণনা ময়দান খেলার মাঠে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তরুণদের উদ্বুদ্ধ করতে এ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউএনও অরুন কৃষ্ণ পাল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) লিজা রিছিল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার এটিএম রুহুল আমিন বেগ প্রমুখ।
উদ্বোধনী খেলায় পোগলদিঘা ইউনিয়ন পরিষদ ক্রিকেট একাদশ -(১৬৫/৫),৬১ রানে মহদান ইন্ডিয়ান ক্রিকেট একাদশ কে(১০৪/১০) পরাজিত করেছে।
আপনার মতামত লিখুন :