Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১

চাটমোহর রেলবাজারে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত


দৈনিক পরিবার | মো. নুরুন্নবী জানুয়ারি ১৫, ২০২৫, ০৯:০২ পিএম চাটমোহর রেলবাজারে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাবনার চাটমোহর রেলবাজার ইউথ স্টার ব্যাডমিন্টন ক্লাবের আয়োজনে মূলগ্রাম ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে জাক যমক পূর্ণ এক ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। 
মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ফাইনাল খেলায় রেলবাজার ডমিনেটরস টিম কে পরাজিত করে টিম ব্রুজ চাটমোহর চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। 
চাটমোহর উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে উক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোছা. আরজুমা আক্তার। 
এর আগে সোমবার রাতে টুর্নামেন্টের উদ্বোধন করেন, চাটমোহর পৌর বিএনপির নব নির্বাচিত সাধারণ সম্পাদক মো. তৌহিদুল ইসলাম তায়জুল।
এ সময় উপস্থিত ছিলেন, রেলবাজারের বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ও টুর্নামেন্টের প্রধান খেলা পরিচালক হারুন বিশ্বাস, মূলগ্রাম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আখেজ উদ্দিন, মূলগ্রাম ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক মিলন মল্লিক, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. শাহীনুর রহমান, মূলগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. রনি হোসাইন, চাটমোহর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুম আকাশ, মথুরাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জাকির হোসেন সহ আরো অনেকে। 
প্রচন্ড শীত উপেক্ষা করে বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন। গত সোমবার (১৩ জানুয়ারি) শুরু হয় এই টুর্নামেন্ট। চাটমোহর উপজেলার বিভিন্ন এলাকার খেলোয়াররা অংশগ্রহণ করে এই টুর্নামেন্টে। খেলায় ৮টি দল অংশ নেয়।

Side banner