Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩১

ডোমারে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত


দৈনিক পরিবার | আজমির রহমান রিশাদ জানুয়ারি ৭, ২০২৫, ০৯:০৮ পিএম ডোমারে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নীলফামারীর ডোমারে উপজেলা পর্যায়ের সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ (বালক ও বালিকা) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে চাম্পিয়ন হয়েছে ডোমার পৌরসভা (বালক) ও ভোগডাবুড়ী ইউনিয়ন (বালিকা)।
মঙ্গলবার (৭ জানুয়ারী) সকালে উপজেলা শহরের ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ নাজমুল আলম বিপিএএ।
বালকদের ফাইনাল খেলায় কেতকীবাড়ী ইউনিয়নের উত্তর চান্দখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে চাম্পিয়ন হয়েছে ডোমার পৌরসভার শহীদ স্মৃতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল। জয়সূচক গোল দুটি করেছেন রিশাদ ও মুন্না। এরমধ্যে রিশাদ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। অপরদিকে, বালিকাদের ফাইনালে চাম্পিয়ন হয়েছে ভোগডাবুড়ী ইউনিয়নের ভোগডাবুড়ী প্রামাণিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে, বিজয়ী দলগুলোর মাঝে ট্রফি তুলে দেন অতিথিরা।

Side banner