Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩১

পানছড়ির বাঁশরী ওয়াদুদ ফুটবলে চ্যাম্পিয়ন উল্টাছড়ি ইউনিয়ন একাদশ


দৈনিক পরিবার | মো. চাঁনমিয়া  জানুয়ারি ৬, ২০২৫, ১১:১৯ পিএম পানছড়ির বাঁশরী ওয়াদুদ ফুটবলে চ্যাম্পিয়ন উল্টাছড়ি ইউনিয়ন একাদশ

খাগড়াছড়ির পানছড়ি ফুটবল এসোসিয়েশন কর্তৃক আয়োজিত বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলাটি সোমবার (৬ জানুয়ারী) বিকেলে পানছড়ি উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়েছে। 
এতে মোকাবেলা করে বন্ধু কল্যাণ যুব সমবায় সমিতি বনাম বিয়া বাঁশি উল্টাছড়ি ইউনিয়ন একাদশ। এ উপলক্ষে বেলা দুইটা থেকেই খেলা উপভোগে ছুটে আসে হাজার হাজার দর্শনার্থী। দর্শকভরা মাঠে ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।
বিকেল তিনটা থেকে অনুষ্ঠিত খেলাটি ছিল দারুণ উপভোগ্য। খেলাটি প্রাথমার্ধে গোলশূণ্য ড্র থাকলেও দ্বিতীয়ার্ধে  বিয়া বাঁশি উল্টাছড়ি ইউনিয়ন একাদশ ৩-০ গোলে বন্ধু কল্যাণ যুব সমবায় সমিতিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ওয়াদুদ ভূঁইয়া চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হতে ট্রফি ও মেডেল তুলে দেন।
ফাইনালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, মোশারফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আবদুর রব রাজা, পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো: বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মো: ইউসুফ আলী প্রমুখ। এতে সভাপতিত্ব করেন পানছড়ি ফুটবল এসোসিয়েশনের আহবায়ক শাহেদুল ইসলাম সুমন। সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মো: তোফাজ্জল হোসেন।
বিয়া বাঁশি একাদশের শরীফ মাহামুদ ছোটন সেরা গোলরক্ষক ও জুবাইর ইমন টুর্ণামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়।  খেলা শেষে উপজেলা পরিষদের হল রুমে খাগড়াছড়ি জেলা বিএনপির সংগ্রামী সভাপতি সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক সফল চেয়ারম্যান জননেতা জনাব ওয়াদুদ ভুইয়া মহাদয়ের সাথে। বীর মুক্তিযোদ্ধা সাঁওতাল ও ত্রিপুরা সম্প্রদায়ের নেতৃবৃন্দর সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

Side banner