Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩১

তজুমদ্দিনে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে র‌্যালি ও ফুটবল টুর্নামেন্ট


দৈনিক পরিবার | খন্দকার নিরব জানুয়ারি ৫, ২০২৫, ০৯:৫৩ পিএম তজুমদ্দিনে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে র‌্যালি ও ফুটবল টুর্নামেন্ট

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যে ভোলার তজুমদ্দিন উপজেলায় তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে র‌্যালি ও অনূর্ধ্ব-১৭ বালক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। রবিবার (৫ জানুয়ারি) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় তজুমদ্দিন সরকারি কলেজ মাঠে এক প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ ও থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ঈমাম হোসেন, তজুমদ্দিন সরকারি কলেজের অধ্যক্ষ প্রতাপ কুমার, উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক একেএম মহিউদ্দিন জুলফিকার, জাকির হোসেন মনু, ডাঃ ফিরোজ সিকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাবেদ হোসেন দিদার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এমএ হালিম, সদস্য জাবেদ হোসেন দিপু, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ আল মামুন, উপজেলা ছাত্রদল আহ্বায়ক মোঃ মামুন হোসেন, যুগ্ম আহ্বায়ক ইব্রাহীম গাজী, তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদল আহ্বায়ক মোঃ রাসেল আহমেদ প্রমুখ।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শম্ভুপুর ফুটবল একাদশ বনাম সোনাপুর ফুটবল একাদশ অংশগ্রহণ করে। এই টুর্নামেন্টে মোট তিনটি দল অংশগ্রহণ করবে।

Side banner