Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০১ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩১
তজুমদ্দিনে

শহীদ জিয়া গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত 


দৈনিক পরিবার | খন্দকার নিরব ডিসেম্বর ২৯, ২০২৪, ০১:৪২ পিএম শহীদ জিয়া গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত 

ভোলার তজুমদ্দিনে শহীদ জিয়া গোল্ডকাপ শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে মেঘনা পাড়াকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নাইন স্টার একাদশ। তজুমদ্দিন হ্যালি প্যাড সংলগ্ন মাঠে শনিবার দিবাগত রাতে টুর্নামেন্টের ফাইনাল শেষে প্রধান অতিথি উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান মোহাম্মদ সাফা পিন্টু বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার এবং প্রাইজমানি তুলে দেন। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শাহাবুদ্দিন, উপজেলা ছাত্রদল আহ্বায়ক মোঃ মামুন হোসেন, সদস্য সচিব শরিফ হাওলাদার, যুগ্ম আহ্বায়ক শাহীন আলম অভি, সোহেল তানভীর, মোঃ নাসিম, ইব্রাহীম গাজী, শাহরিয়ার সেজান, তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদল আহ্বায়ক মোঃ রাসেল আহমেদ, মোঃ সজীব, মোঃ রাজিব, মেহেদী হাসান, তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক খন্দকার নিরব প্রমুখ। 
টুর্নামেন্টটির আয়োজন করেছে, চাঁদপুর ইউনিয়ন (দক্ষিণ) ছাত্রদল। ১৪টি দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্ট শুরু হয় গত ৩রা ডিসেম্বর। প্রতিটি ম্যাচই বেশ উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হয়।

Side banner