পটুয়াখালীর কলাপাড়ায় ১৭ বছর পরে বীর মুক্তিযোদ্বা আফজাল হোসেনের নামে শুরু হয়েছে ক্রিকেট টুনার্মেন্ট। শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় খেলাটি উদ্বোধন করা হয়।
ক্রীড়াঙ্গন থাকবে রাজনৈতিক মুক্ত। ক্রীড়াঙ্গনে কেন রাজনীতি? জাতীয় দল থেকে শুরু করে সব জায়গায় দলীয় প্রভাবে পরিচালিত হয়ে খেলাধুলা যা আসলেই কাম্য নয়। এদেশের মানুষ যুগযুগ ধরে ক্রীড়াঙ্গনকে ভালোবেসে আসছেন এটা তাদের আবেগ ভালোবাসার জায়গা। শুধু দলীয় প্রভাবে ক্রীড়াঙ্গন থেকে ছিঁটকে পড়েছেন এমনই একজন বীর মুক্তিযোদ্বা আফজাল হোসেন।
দীর্ঘ ১৭ বছর আগে উপজেলার ক্রীড়া অঙ্গনে বিশেষ ভূমিকা রেখেছিলেন তিনি। রাজনৈতিক প্রভাবে দীর্ঘ বছর তাঁকে ক্রীড়া অঙ্গন থেকে দুরে রেখেছিলেন রাজনৈতিক নেতারা। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ক্রিকেট প্রেমি ছিলেন। এ নিয়ে তার পরিবারের আক্ষেপ থাকলেও দলীয় বৈষম্য মুক্ত ক্রীড়া অঙ্গন তুলে ধরার কথা জানান মুক্তিযোদ্ধার ছেলে এস এম তুহিন।
তিনি বলেন, আমার বাবা যেখানে খেলাধুলা ছিলো সেখানেই ছুটে যেতেন। ক্রীড়া অঙ্গনের প্রতি তার বিশেষ একটা টান ছিলো। আজকে আমার বাবাকে স্বরণে রাখতে যারা এই নাইট ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছেন তাদের প্রতি আমার গভীর ভালোবাসা রইলো। আমরা চাই রাজনৈতিক মুক্ত হবে খেলাধুলা। আমার বাবার মত কোন ক্রিকেট প্রেমি যেন তার অনুভূতি ভালোবাসা থেকে দূরে সরে না যায়।
এসময়ে উপস্থিত ছিলেন, ডালবুগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি নাশির উদ্দিন কাজী, ডালবুগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি দেলওয়ার মূর্ধা, সাধারণ সম্পাদক রেদওয়ান কাজী, ছাত্রদলের সভাপতি আলমাস মাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাবের ভূঁইয়া।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্শ্ববর্তী ইউনিয়ন ধুলাসারের মুক্তিযোদ্বার কমান্ডার আফজাল হোসেনের পুত্র যুবদলের সহসভাপতি এস এম তুহিন, ধুলাসার ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মুর্তজা, ধুলাসার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইয়াসিন আরাফাত সাধারণ সম্পাদক, জাহিদ হোসেন।
১২ টি দলের অংশ গ্রহনে মাধ্যমে ডালবুগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডে সুরডুগী বালুর মাঠে খেলাটি অনুষ্ঠিত হবে। মাদক থেকে যুবসমাজকে মুক্ত রাখা ও মুক্তিযোদ্বাকে স্বরনে রাখতেই এমন উদ্যোগ নিয়েছেন ডালবুগঞ্জ ইউনিয়ন ছাত্রদল। তাদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ক্রিকেট প্রেমিরা।
আপনার মতামত লিখুন :