কুষ্টিয়ার খোকসায় কমলাপুর জানিপুর যুব সংঘ ও লাইব্রেরী কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২০ ডিসেম্বর) শুক্রবার বিকেল কুমারখালী নাবিলা স্পোর্টস ক্লাব বনাম মাগুরা শ্রীপুর ফুটবল একাদশের মধ্যকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রথম আদ্ধে এক শূন্য গোলে ব্যবধানে এগিয়ে থাকে মাগুরা শ্রীপুর। দ্বিতীয় অধ্যায়ের খেলার শুরুতেই নাবিলা স্পোর্টস ক্লাব ১ গোল করে সমতায় ফিরে আসে। কিছুক্ষণ পরে পর পর দুটি গোল করে ৩/১ গোল ব্যবধানে জয়লাভ করে মাগুরা শ্রীপুর ফুটবল একাদশ।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালাম মোল্লা প্রতিষ্ঠাতা সভাপতি কমলাপুর জানিপুর যুব সংঘ, সামছুল আলম আক্কাস প্রতিষ্ঠাতা ক্যাশিয়ার, উক্ত খেলার সভাপতিত্ব করেন অত্র সংগঠনের সভাপতি আরমান হোসেন।
এই সময় আরো উপস্থিত ছিলেন, ক্রিড়া অনুরাগী নাহিদুজ্জামান, হাসেম আলী, সেলিম হোসাইন, লারা, খাইরুল, সহিদুল, আরিফ মাস্টার, মমিন, নয়ন প্রমুখ।
খেলায় সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন সাগর হোসেন সংগঠনের সাধারণ সম্পাদক। খেলায় ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন নাবিলা স্পোর্টস ক্লাব কুমারখালীর রাতুল, শ্রীপুর মাগুরার ম্যান অফ দ্যা ম্যাচ হন রাহাত, খেলায় প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন আরিফ শেখ।
আপনার মতামত লিখুন :