Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

পাথরঘাটায় শহীদ ওয়াসীম নাইট সার্কেল ক্রিকেট টুর্নামেনন্ট উদ্বোধন 


দৈনিক পরিবার | মল্লিক এম.আই বুলবুল সোহেল ডিসেম্বর ৫, ২০২৪, ০৫:২৫ পিএম পাথরঘাটায় শহীদ ওয়াসীম নাইট সার্কেল ক্রিকেট টুর্নামেনন্ট উদ্বোধন 

মাদককে না বলতে বরগুনার পাথরঘাটা শহীদ জিয়া মাঠে গতকাল বুধবার রাত সাড়ে ৬টায় নাইট সার্কেল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের নিহত শহীদ ওয়াসীমের নামে এ নাইট সার্কেল ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। ভার্চুয়ালে ওই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপি'র ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২  আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। নতুন বাজার সানসিটি যুব উন্নয়ন ও ক্রীড়া ক্লাবের আয়োজনে এ টুর্নামেন্টে ১৬টি দল অংশ নিচ্ছে।
জানতে চাইলে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজিব বলেন, শহীদ ওয়াসীম চট্টগ্রাম কলেজের সমাজ বিজ্ঞান অনুষদের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তিনি  শহীদ হন। একইসঙ্গে তিনি চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক ছিলেন। তার নামে এ টুর্নামেন্ট করায় বরগুনা জেলা ছাত্রদল টুর্নামেন্ট কমিটিকে অভিনন্দন জানাই।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির দায়িত্বে থাকা কেএম হাসিবুল্লাহ, খাইরুল শরীফ ও সাঈদ বেল্লাল বলেন, শহীদ ওয়াসীম নাইট সার্কেল ক্রিকেট টুর্নামেন্ট গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার রাতে প্রথম ও দ্বিতীয় গ্রুপ রাউন্ডে ১৬টি দল অংশ নেবে। এ দল গুলো হল, সূর্যদয় ক্লাব, ডায়মন্ড ক্লাব, তালুক চরদুয়ানী ক্লাব, কামারহাট ক্লাব, পদ্মা তরুণ একতা ক্লাব, বড়ইতলা ব্রাদার্স, নতুন বাজার ক্লাব, ব্যাচ ১৭, অন্য জগত ক্লাব, জুনিয়ার নাইন স্টার ক্লাব, ৯ নম্বর ওয়ার্ড ক্লাব, পাথরঘাটা কলেজ ও গর্জনবুনিয়া ক্লাব। ওই দুইদিনে প্রথম ও দ্বিতীয় গ্রুপ রাউন্ড শেষে শুক্রবার সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
তাঁরা আরও বলেন, নতুন বাজার সানসিটি যুব উন্নয়ন ও ক্রীড়া ক্লাবের আয়োজনে এ টুর্নামেন্টের মাধ্যমে ছাত্র, তরুণ ও যুব সমাজ মাদকের বিরুদ্ধে সোচ্চার হবেন নিয়মিত খেলার মাঠে অংশ নিবেন।
শহীদ ওয়াসীম নাইট সার্কেল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী মোঃ ফারুক, বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজিব, পাথরঘাটা পৌর বিএনপি'র সদস্য সচিব ইসমাইল শিকদার, পাথরঘাটা উপজেলা মহিলা দলের সভানেত্রী শিরিন আক্তার, নতুন বাজার সানসিটি যুব উন্নয়ন ও ক্রীড়া ক্লাবের উপদেষ্টা আমিন সোহেল, পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সভাপতি মামুন আহমেদ ও সদস্য সচিব আরাফাত রহমান অভি প্রমুখ।
এ ব্যাপারে পাথরঘাটা উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী মোঃ ফারুক বলেন, মাদককে না বলতে এবং ছাত্র, তরুণ ও যুব সমাজকে নিয়মিত খেলাধুলার অংশ হিসেবে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। জিয়ামাঠসহ উপজেলার বিভিন্ন মাঠে নিয়মিতভাবে খেলাধুলা অব্যাহত রাখা হবে।

Side banner