Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১
শহীদ আবু সাঈদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 

হক বাজার চৌধুরাণী একাদশের জয়লাভ


দৈনিক পরিবার | মো. জমির উদ্দিন, পীরগাছা (রংপুর) প্রতিনিধি  নভেম্বর ২৬, ২০২৪, ০৯:০৫ পিএম হক বাজার চৌধুরাণী একাদশের জয়লাভ

রংপুরের পীরগাছায় উপজেলা দেবী চৌধুরাণী ফুটবল একাদশের উদ্যোগে শহীদ আবু সাঈদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট কোয়ার্টার ফাইনাল খেলায় হক বাজার একাদশ চৌধুরাণী জয়লাভ করেছে।
৪দিনে ৮টি  ম্যাচ টানটান উত্তেজনা রোমাঞ্চ। মনে রাখার মতো অনেক মুহুর্ত উপহার দিয়ে শেষ হয়েছে দেবী চৌধুরাণী ফুটবল একাদশের উদ্যোগে শহীদ আবু সাঈদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলা শেষ। চুড়ান্ত হয়ে গেছে সেমিফাইনালে ফাইনালে  লাইন আপ।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে ০৩টা সময় দেবী চৌধুরাণী উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ আবু সাঈদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সভাপতিত্বে আলহাজ্ব হারুন অর-রশিদ বাবুল, সভাপতি কৈকুড়ী ইউনিয়ন বিএনপি সঞ্চালনায় মুনছুর আলী সরকার, সাধারণ সম্পাদক কৈকুড়ী ইউনিয়ন বিএনপি। লিটন ধারাভাষ্যকার, কাউনিয়া, হাসান মাহমুদ, চৌধুরাণী, পীরগাছা, রংপুর।
বাদশা মিয়া রেফারি বাঁশিতে কোয়ার্টার ফাইনাল খেলাটি শুরু হয়। শাহীন মিয়া, মিলটন মিয়া, সহকারী রেফারি বাংলাদেশ ফুটবল ফেডারেশন রংপুর। পরে কোয়ার্টার ফাইনালে হক বাজার চৌধুরাণী একাদশ ২/০ গোলে শঠিবাড়ী ফুটবল একাদশ কে পরাজিত করে সেমিফাইনালে নিশ্চিত করেন। 
হক বাজার চৌধুরাণী একাদশ টিম ম্যানেজমেন্ট সাইদুল ইসলাম, চেয়ারম্যান পদপ্রার্থী ৮নং কৈকুড়ী ইউনিয়ন পরিষদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোস্তাফিজুর রহমান রেজা চেয়ারম্যান পীরগাছা ইউনিয়ন পরিষদ, থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক পীরগাছা উপজেলা শাখা।
সার্বিক সহযোগিতায় ব্যবস্থাপনায়, রায়হান আলী (রঞ্জু), সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৮নং কৈকুড়ী ইউনিয়ন শাখা, পীরগাছা, রংপুর।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম আহ্বায়ক পীরগাছা ইউনিয়ন বিএনপি, সানোয়ার যুগ্ম আহ্বায়ক ৮নং কৈকুড়ী ইউনিয়ন বিএনপি, মোন্নাফ সদস্য আহ্বায়ক কমিটি ৮নং কৈকুড়ী ইউনিয়ন বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু ইউসুফ চন্দন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পীরগাছা, ইউনিয়ন বিএনপি, নূরুল ইসলাম দুলু চৌধুরী যুগ্ম আহ্বায়ক ৮নং কৈকুড়ী ইউনিয়ন বিএনপি, আ,ন,ম, আরিফ বাদল সহকারী অধ্যাপক দেবী চৌধুরাণী ডিগ্রী কলেজে, রুবেল মিয়া যুবদলে ৮নং কৈকুড়ী ইউনিয়ন ৬নং ওয়ানডে  সভাপতি, রওশন আলম, সাবেক অধিনায়ক দেবী চৌধুরাণী ফুটবল একাদশের, শহীদ আবু সাঈদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনাল খেলা দেখতে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার দর্শক মাঠে ভিড় জমায়।স্থানীয় গণ্যমান্য ও বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ফুটবল প্রেমিকদের সমাগম হয় এই মাঠে।

Side banner