রংপুরের পীরগাছা উপজেলায় দেবী চৌধুরাণী ফুটবল একাদশের উদ্যোগে শহীদ আবু সাঈদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট কোয়ার্টার ফাইনাল খেলায় বদরগঞ্জ একাদশ জয়ী হয়েছে।
৮ দিনে ১৬ ম্যাচ টানটান উত্তেজনা রোমাঞ্চ। মনে রাখার মতো অনেক মুহুর্ত উপহার দিয়ে শেষ হয়েছে দেবী চৌধুরাণী ফুটবল একাদশের উদ্যোগে শহীদ আবু সাঈদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলা। চুড়ান্ত হয়ে গেছে কোয়ার্টার ফাইনালে লাইন আপ।
রবিবার (২৪ নভেম্বর) বিকাল ৩ টা সময় দেবী চৌধুরাণী উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ আবু সাঈদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সভাপতিত্বে আলহাজ্ব হারুন অর-রশিদ বাবুল, সভাপতি কৈকুড়ী ইউনিয়ন বিএনপি সঞ্চালনায় মুনছুর আলী সরকার, সাধারণ সম্পাদক কৈকুড়ী ইউনিয়ন বিএনপি। আশিকুর রহমান সোহান ধারাভাষ্যকার, পীরগাছা, রংপুর। বাদশা মিয়া রেফারি বাঁশিতে কোয়ার্টার ফাইনাল খেলাটি শুরু হয়। শাহীন মিয়া, মিলটন মিয়া, সহকারী রেফারি বাংলাদেশ ফুটবল ফেডারেশন রংপুর। পরে কোয়ার্টার ফাইনালে বদরগঞ্জ ফুটবল একাদশ ১/০ গোলে মধষধীু ফুটবল একাদশ রংপুর কে পরাজিত করে সেমিফাইনালে নিশ্চিত করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,এসে,এম আশরাফুল ইসলাম (বাবু) আহ্বায়ক পীরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দল, রংপুর।
সার্বিক সহযোগিতায় ব্যবস্থাপনায় রায়হান আলী (রঞ্জু), সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কৈকুড়ী ইউনিয়ন শাখা।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সানোয়ার যুগ্ম আহ্বায়ক ৮নং কৈকুড়ী ইউনিয়ন বিএনপি, মোন্নাফ সদস্য আহ্বায়ক কমিটি ৮নং কৈকুড়ী ইউনিয়ন বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মতলুবুর রহমান মতলুব ৮নং কৈকুড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক পীরগাছা উপজেলা শাখা, রুবেল মিয়া যুবদলে ৮নং কৈকুড়ী ইউনিয়ন ৬নং ওয়ানডে সভাপতি, রওশন আলম, সাবেক অধিনায়ক দেবী চৌধুরাণী ফুটবল একাদশের, শহীদ আবু সাঈদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনাল খেলা সচেতন শিক্ষার্থী ও নাগরিক সমাজের উদ্যোগে ড্রোন পরিচালনা করা হয়, খেলা দেখতে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার দর্শক মাঠে ভিড় জমায়।
স্থানীয় গণ্যমান্য ও বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ফুটবল প্রেমিকদের সমাগম হয় এই মাঠে।
আপনার মতামত লিখুন :