Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
ওয়ানডে র‌্যাঙ্কিং

বাংলাদেশকে ছাড়িয়ে গেল আফগানিস্তান


দৈনিক পরিবার | ক্রীড়া ডেস্ক নভেম্বর ১২, ২০২৪, ০৯:৫০ এএম বাংলাদেশকে ছাড়িয়ে গেল আফগানিস্তান

ব্যর্থতা আর অধারাবাহিকতার স্রোতে ওয়ানডেতে কিছুটা সাফল্যের ধারা আছে বলে একটু বিশ্বাস ও গর্ব ছিল বাংলাদেশের। একসময় ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ছয় নম্বরে উঠতে পেরেছিল তারা। সেই দল এখন নেমে গেছে ৯ নম্বরে।
আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান এখন আফগানিস্তানেরও নিচে। তিন ম্যাচের সিরিজটি ২-১ ব্যবধানে জিতে আফগানরা উঠে গেছে ৮ নম্বরে।
শারজাহতে সোমবার সিরিজের তৃতীয় ওয়ানডের পর র‌্যাঙ্কিংয়ের এই হালনাগাদ স্বয়ংক্রিয়ভাবেই হয়ে গেছে আইসিসির ওয়েবসাইটে।
৮৬ রেটিং পয়েন্ট নিয়ে সিরিজটি শুরু করেছিল বাংলাদেশ, দুই ম্যাচ হেরে তারা হারিয়েছে এক পয়েন্ট। ৮৪ পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করা আফগানরা দুই জয়ে পেয়েছে এক পয়েন্ট। দুই দলেরই পয়েন্ট এখন ৮৫। তবে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থাকায় আফগানিস্তান উঠে গেছে আটে।
বাংলাদেশের পরের সিরিজ র‌্যাঙ্কিংয়ের দশে থাকা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, আফগানদের পরের সিরিজ ১৩ নম্বরে থাকা জিম্বাবুয়ের বিপক্ষে।
১১৮ রেটিং পয়েন্ট নিয়ে এখন শীর্ষে আছে ভারত, ১১৩ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। মাত্রই অস্ট্রেলিয়ার মাঠে ২২ বছর পর ওয়ানডে সিরিজ জয় করা পাকিস্তান তিনে আছে ১০৯ রেটিং পয়েন্ট নিয়ে।

Side banner