ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দীর্ঘ প্রতিক্ষার পর আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর পুনঃউদ্বোধন হয়েছে। গত ৫ জুন এ খেলা শুরু হলেও দেশের তৎকালীন প্রতিকূল পরিস্থিতির জন্য স্থগিত করা হয়।
রবিবার (৩ নভেম্বর) সকাল ১০ টায় শরীর চর্চা ও শিক্ষা বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।
উদ্বোধনকালে শরীর চর্চা ও শিক্ষা বিভাগের উপ-পরিচালক ড. মো: আসাদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিন'স কমিটির সভাপতি ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. শেলীনা নাসরীন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোছাঃ কামরুন্নাহার, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মনজুরুল হক ,জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ রেজওয়ানুল ইসলাম, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আবুল কালাম আজাদ এবং প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ইবি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ক্রীড়াক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য রয়েছে। এখানকার খোলোয়াড়দের অর্জনের ইতিহাস অত্যন্ত মজবুত। তারা যেমন দেশে-বিদেশে তাদের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছে, তেমনি তাদের অর্জনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় আলোকিত হয়েছে। তিনি এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে এই সেক্টরের সাথে জড়িত সবাইকে আরো গতিশীল নেতৃত্ব প্রদান করে যেতে আহ্বান জানান। বিশ্ববিদ্যালয় সকল ধরনের সহযোগিতা করবে বলে আশ্বাস দেন তিনি।
আজ পুনঃউদ্বোধনী খেলায় মুখোমুখি হয় আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ ও ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ।
উল্লেখ্য, গত ৫ জুন বিশ্ববিদ্যালয়ের ৩৬টি বিভাগ ও ৫টি আবাসিক হলের অংশগ্রহণে শুরু হয়েছিল এই টুর্নামেন্ট। তখন উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বিশ্ববিদ্যালয়ের ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট ও দা‘ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ। এই ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর ঈদ-উল আজহার ছুটিতে যায় শিক্ষার্থীরা। পরবর্তীতে ক্যাম্পাস খুললে বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ক্যাম্পাসের প্রতিকূলতায় কেটে যায় পাঁচটি মাস। অবশেষে এই অপেক্ষার ইতি টেনেছে ট্যুর্নামেন্ট আয়োজক কমিটি।
আপনার মতামত লিখুন :