Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

পীরগাছায় শহীদ আবু সাঈদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন


দৈনিক পরিবার | মো. জমির উদ্দিন, পীরগাছা (রংপুর) প্রতিনিধি  নভেম্বর ১, ২০২৪, ০৭:৫১ পিএম পীরগাছায় শহীদ আবু সাঈদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

রংপুরের পীরগাছায় উপজেলা দেবী চৌধুরাণী ফুটবল একাদশের উদ্যোগে শহীদ আবু সাঈদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) বেলা ৩টায় দেবী চৌধুরাণী উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ আবু সাঈদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সভাপতিত্ব করেন আলহাজ্ব হারুন অর-রশিদ বাবুল। সঞ্চালনায় মুনছুর আলী। 
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব আফসার আলী সরকার।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগাছা উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আমিনুল ইসলাম রাঙ্গা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার মতিয়ার রহমান, মোস্তাফিজুর রহমান রেজা, নাজির হোসেন, শাহ আখতার হাবীব (রুমি)।
খেলায় অংশগ্রহণ করে পাগলা পীর একাদশ বনাম গাবতলী বগুড়া একাদশ। শহীদ আবু সাঈদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে বিভিন্ন এলাকায় থেকে হাজার হাজার দর্শক উপস্থিত হয়।

Side banner