Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

ঝিকরগাছার বাঁকড়ায় ৮ দলীয় ফুটবল টূর্নামেন্ট শুরু


দৈনিক পরিবার | রাফিউল ইসলাম, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি  অক্টোবর ২৩, ২০২৪, ০৮:৪১ পিএম ঝিকরগাছার বাঁকড়ায় ৮ দলীয় ফুটবল টূর্নামেন্ট শুরু

যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া কপোতাক্ষ ক্রীড়াচক্রের উদ্যোগে ৮ দলীয় ফুটবল টূর্নামেন্ট শুরু হয়েছে। উদ্বোধনী ম্যাচে ঝিকরগাছার কুল্লা ফুটবল একাদশকে ট্রাইবেকারে ৪-২ গোলের ব্যবধানে পরাজিত করেছে সাতক্ষীরার ঘোনা ফুটবল একাদশ। 
বুধবার (২৩ অক্টোবর) বিকাল ৩টায় বাঁকড়া ডিগ্রী কলেজ মাঠে শুরু হওয়া খেলা নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হলে খেলাটি ট্রাইবেকারে গড়ায়। যা ৪-২ গোলের ব্যবধানে খেলা শেষ হয়। এর আগে খেলার উদ্বোধন করেন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক জাপান প্রবাসী মোঃ কামরুজ্জামান ও মালয়েশিয়া প্রবাসী মোঃ রাহাত আলী।
খেলা চলাকালিন মঞ্চে উপস্থিত ছিলেন, বাঁকড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ শামছুর রহমান, বাঁকড়া কপোতাক্ষ ক্রীড়া চক্রের সভাপতি আলমগীর হোসেন মন্টু, সহ-সভাপতি ও বাঁকড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামির হোসেন, সহ-সভাপতি কলিম উদ্দিন, প্রতিষ্ঠাতা এমদাদুল হক এমদাদ, সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল মিন্টু, মিরাজুল ইসলাম মিরাজসহ সংগঠনের কর্মকর্তাবৃন্দ। 
খেলা পরিচালনা করেন হামিদুর রহমান টিক্কা, নাসির উদ্দিন, রাব্বি হোসেন ও দাহিক হোসেন। ধারাভাষ্যে ছিলেন শামিম কবির রনি ও আবু রায়হান রাজ। 
উল্লেখ সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।

Side banner