Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

ভ্যাঙ্কুভারের কাছে হেরে বিপদে মেসির ইন্টার মায়ামি


দৈনিক পরিবার | ক্রীড়া ডেস্ক এপ্রিল ২৫, ২০২৫, ০২:৫৭ পিএম ভ্যাঙ্কুভারের কাছে হেরে বিপদে মেসির ইন্টার মায়ামি

লিওনেল মেসির ইন্টার মায়ামিকে ২-০ গোলে হারিয়ে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের ফাইনালের পথে এগিয়ে গেল ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস এফসি। শুক্রবার (২৫ এপ্রিল) ভোরে ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে রেকর্ড ৫৩ হাজার ৮৩৭ দর্শকের সামনে অনুষ্ঠিত সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে শত চেষ্টা করেও মায়ামিকে জেতাতে পারেননি দলটির প্রাণভোমরা মেসি। এই হারে তাদের ফাইনালে ওঠার পথ কঠিন হয়ে পড়ল।
ব্রায়ান হোয়াইট ও সেবাস্তিয়ান বেরহাল্টারের গোলে দারুণ এক জয় পায় ভ্যাঙ্কুভার। ম্যাচের ২৪ মিনিটে হোয়াইট ও ৮৫ মিনিটে বেরহাল্টার লক্ষ্যভেদ করেন। এ ম্যাচে সুযোগ পেয়েও বারবার ব্যর্থ হন মেসি। তার সাবেক বার্সেলোনা সতীর্থ সার্জিও বুসকেটস ও লুইস সুয়ারেজও এদিন ছিলেন নির্বিষ।
ম্যাচের শুরুতেই বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিলেন মেসি। ম্যাচের ১২, ১৯ ও ২২ মিনিটে গোলের কাছে গিয়েও ব্যর্থ হন তিনি। ফ্রি-কিকেও সফল হননি। বিরতির পর মেসির নেতৃত্বে মায়ামি গোল পরিশোধে মরিয়া হয়। যদিও ভ্যাঙ্কুভারের রক্ষণ গলাতে পারেননি তারা।
আগামী ৩০ এপ্রিল (বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর) মায়ামির চেজ স্টেডিয়ামে দ্বিতীয় লেগে মুখোমুখি হবে ভ্যাঙ্কুভার ও ইন্টার মায়ামি। কোয়ার্টার ফাইনালে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির কাছে প্রথম লেগে ১-০ গোলে হেরেও পরে মেসি ম্যাজিকে সেমিফাইনালে উঠেছিল মায়ামি। মেসি করেছিলেন জোড়া গোল। মায়ামির বিপদে আরেকবার কি জ্বলে উঠবেন মেসি?

Side banner