চোট শঙ্কায় টানা তিন ম্যাচ মাঠের বাইরে ছিলেন লিওনেল মেসি। তবে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলোর ফিরতি লেগে বদলি নেমেই গোল করলেন আর্জেন্টাইন ফুটবল মহাতারকা। ক্যাভালিয়েরের বিপক্ষে ইন্টার মায়ামিও ২-০’তে জয় নিয়ে উঠে যায় কোয়ার্টার ফাইনালে।
শার্লটের বিপক্ষে আগের ম্যাচে বেঞ্চে ফিরলেও মাঠে নামা হয়নি মেসির। বাংলাদেশ সময় শুক্রবার সকালে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের ফিরতি লেগেও মায়ামির শুরুর একাদশে ছিলেন না ৩৭ বছরের ফুটবল মহাতারকা। জ্যামাইকার ক্লাব ক্যাভালিয়েরের বিপক্ষে ঘরের মাঠে প্রথম লেগে ২-০’তে জয় পাওয়া মায়ামি এগিয়ে যায় ম্যাচের ৩৭ মিনিটে। গোলটি করেন লুইস সুয়ারেস।
বিরতির পর ৫৩ মিনিটে উরুগুয়ের এই তারকা ফরোয়ার্ডের বদলি হিসেবেই মাঠে নামেন মেসি। জ্যামাইকান দর্শকদের হতাশ করেননি আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। মেসির কারণে ক্যাভালিয়েরের তিন হাজার ধারণ ক্ষমতাসম্পন্ন মাঠ থকে ম্যাচটি সরিয়ে নেওয়া হয় ন্যাশনাল স্টেডিয়াম ইনডিপেনডেন্টস পার্কে।
ম্যাচের যোগ করা সময়ে মেসি গোল করে ৩৫ হাজার ধারণ ক্ষমতার স্টেডিয়াম উচ্ছ্বাসে মাতান। দুই লেগ মিলিয়ে মায়ামির জয় ৪-০ ব্যবধানে। মৌসুমে এটি মেসির দ্বিতীয় আর মায়ামির হয়ে ৩৭তম গোল। আর্জেন্টাইন ফুটবল মহাতারকার ‘ক্যারিয়ার গোল’ গিয়ে পৌঁছালো ৮৫৩-তে।
আপনার মতামত লিখুন :