Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৯ মার্চ, ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

থাইল্যান্ডকে হারিয়ে ইরানের মুখোমুখি বাংলাদেশ


দৈনিক পরিবার | ক্রীড়া প্রতিবেদক মার্চ ৭, ২০২৫, ০৫:৩৭ পিএম থাইল্যান্ডকে হারিয়ে ইরানের মুখোমুখি বাংলাদেশ

থাইল্যান্ডের বিপক্ষে প্রত্যাশিত জয়ে এশিয়ান উইমেন’স কাবাডি চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালের মঞ্চে উঠেছে বাংলাদেশ। সেখানে অবশ্য কঠিন প্রতিপক্ষই অপেক্ষা করছে মেয়েদের জন্য। ফাইনালে উঠতে তাদের লড়তে হবে স্বাগতিক ইরানের বিপক্ষে।
ইরানে হওয়া এই প্রতিযোগিতায় শুক্রবার গ্রুপ পর্বের নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ জিতেছে ৪২-২৭ পয়েন্টে।
ভারতের বিপক্ষে ৬৪-২৩ ব্যবধানে আসর শুরু করেছিল মেয়েরা। তবে দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে ৫২-১২ পয়েন্টে হারিয়ে সেমি-ফাইনালে খেলার আশা বাচিঁয়ে রাখে শ্রাবণী-বৃষ্টি-রুপালিরা।
শুরুতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিললেও প্রথমার্ধে ৯ পয়েন্টের ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ দল। ২২ পয়েন্ট নিয়ে বাংলাদেশ ও ১৩ পয়েন্ট নিয়ে থাইল্যান্ড বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধেও একই ছন্দ ধরে রাখে বাংলাদেশ। এ অর্ধে আর ঘুরে দাঁড়াতে পারেনি থাইল্যান্ড।
সব ম্যাচ জিতে 'এ' গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে উঠেছে ভারত। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে তারা ৭৩-১৯ পয়েন্টের বিশাল ব্যবধানে হারিয়েছে মালয়েশিয়াকে।
একই দিন ইরান ও নেপালের ম্যাচ ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। বড় ব্যবধানে ইরান হারিয়েছে নেপালকে। ৪৭-১৪ পয়েন্টে ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমি-ফাইনালে পৌঁছায় স্বাগতিকরা।
বাংলাদেশ সময় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে দ্বিতীয় সেমি-ফাইনাল ম্যাচ, মুখোমুখি হবে ইরান-বাংলাদেশ। এর আগে সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু প্রথম সেমি-ফাইনালে ভারতের প্রতিপক্ষ নেপাল।

Side banner