Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৯ মার্চ, ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

ওয়ানডে থেকে অবসরের ঘোষণা মুশফিকুর রহিমের


দৈনিক পরিবার | ক্রীড়া প্রতিবেদক মার্চ ৬, ২০২৫, ১২:৪৫ এএম ওয়ানডে থেকে অবসরের ঘোষণা মুশফিকুর রহিমের

ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন বাংলাদেশ দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। বুধবার (৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।
ফেসবুক পোস্টে মুশফিক লিখেছেন, আজ থেকে আমি ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাচ্ছি।  বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন কম। তারপরও যখনই আমি মাঠে নেমেছি শতভাগেরও বেশি দেওয়ার চেষ্টা করেছি।
তিনি আরও লেখেন, গেল কিছুদিন আমার জন্য খুবেই চ্যালেঞ্জিং ছিল এবং আমি অনুধাবন করেছি যে, এটাই আমার ভাগ্যে লেখা আছে। আমি আমার পরিবার, বন্ধু এবং সমর্থকদের ধন্যবাদ দিতে চাই, যারা ১৯ বছর আমাকে সমর্থন দিয়ে গেছেন।
এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মুশফিক। চলমান চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যাট হাতে ভালো করতে পারেননি। যা নিয়ে হচ্ছিলো সমালোচনা। এরই মাঝে অবসরের ঘোষণা দিলেন এই অভিজ্ঞ ক্রিকেটার। সাদা বলের ক্রিকেট থেকে অবসর নিলেও চালিয়ে যাবেন টেস্ট ক্রিকেট।

Side banner