Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৯ মার্চ, ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

রাচিন-উইলিয়ামসনের সেঞ্চুরিতে রেকর্ডবুক তছনছ 


দৈনিক পরিবার | ক্রীড়া প্রতিবেদক মার্চ ৫, ২০২৫, ১০:৫১ পিএম রাচিন-উইলিয়ামসনের সেঞ্চুরিতে রেকর্ডবুক তছনছ 

লাহোরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনাল খেলছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। যেখানে আগে ব্যাট করতে নেমে প্রোটিয়ার বোলারদের রীতিমতো তুলোধুনো করেছেন কিউই ব্যাটাররা। তরুণ ওপেনার রাচিন রবীন্দ্র ও অভিজ্ঞ তারকা কেইন উইলিয়ামসন ব্যক্তিগত সেঞ্চুরি তুলে নিয়েছেন। দুজন মিলে তৃতীয় উইকেটে গড়েছেন ১৬৪ রানের রেকর্ডগড়া জুটি। 
নির্ধারিত ৫০ ওভারে দক্ষিণ আফ্রিকাকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ৩৬৩ রানের লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড। রেকর্ডগড়া এই সংগ্রহের পথে রাচিন ১০৮ এবং উইলিয়ামসন ১০২ রান করেছেন। এ ছাড়া ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপসের ব্যাটে এসেছে সমান ৪৯ রান করে। সবমিলিয়ে একাধিক বিশ্বরেকর্ডসহ এক ইনিংসেই ডজনখানেক রেকর্ড গড়েছে কিউইরা।
চলমান চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে টুর্নামেন্টটির ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল ৩৪৭ রান। যা এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৫১ রান করে টপকে যায় ইংল্যান্ড। অজিরা সেই রান পেরিয়ে বিশ্বরেকর্ড গড়ে। ফলে তাদের করা ৩৫৬ রান ছিল এতদিন সর্বোচ্চ দলীয় পুঁজি। আজ কিউইরা ৩৬২ রান তুলে কয়েকদিনের ব্যবধানেই সবাইকে ছাড়িয়ে গেল।
তৃতীয় উইকেটে ১৬৪ রানের জুটি গড়েন উইলিয়ামসন-রাচিন। যা চ্যাম্পিয়ন্স ট্রফির যেকোনো উইকেটে কিউইদের সর্বোচ্চ রানের জুটি। এর আগে ২০০৪ সালে নাথান অ্যাস্টল ও স্কট স্টাইরিশ মিলে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১৬৩ রানের জুটি গড়েছিলেন। এ ছাড়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই প্রতিযোগিতায় যেকোনো দলের সর্বোচ্চ রানের জুটিটাও গড়লেন উইলিয়ামসন-রাচিন (আগের সর্বোচ্চ ১৬৩ ইংল্যান্ডের পল কলিংউড ও ওয়াইস শাহ)।
চ্যাম্পিয়ন্স ট্রফির চলমান আসরে কিউই ব্যাটাররা মোট ৫টি ব্যক্তিগত সেঞ্চুরি করেছে। যা এই টুর্নামেন্টের এক আসরে কোনো দলের সর্বোচ্চ। এর আগে ২০০৬ সালে ওয়েস্ট ইন্ডিজ ৪টি এবং ভিন্ন তিন আসরে অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও ভারতীয় ব্যাটাররা ৩টি করে সেঞ্চুরি করেছিলেন।
এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে পাঁচটি সেঞ্চুরি করেছেন রাচিন রবীন্দ্র। যার সবকটিই আবার আইসিসি টুর্নামেন্টে। ৩টি সর্বশেষ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে এবং চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুটি। আইসিসি ইভেন্টে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম পাঁচ সেঞ্চুরিই করা একমাত্র ব্যাটার রাচিন। এর আগে সর্বোচ্চ ৪টি সেঞ্চুরি ছিল বাংলাদেশের মাহমুদউল্লাহ রিয়াদের। এই কীর্তি গড়তে আইসিসি ইভেন্টে ১৩ ইনিংসে ব্যাট করেছেন রাচিন, যা দ্রুততম। এর আগে শেখর ধাওয়ান আইসিসি ওডিআই ইভেন্টে ৫ সেঞ্চুরি করতে ১৫ ইনিংস খেলেছিলেন।
এ নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা তিন ওয়ানডেতেই সেঞ্চুরি করেছেন কেইন উইলিয়ামসন। প্রথম কোনো কিউই ব্যাটার হিসেবে ওয়ানডেতে এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম কোনো ক্রিকেটার হিসেবে এই কীর্তির দেখা মিলেছে। এ ছাড়া প্রোটিয়াদের বিপক্ষে এখন পর্যন্ত ৪টি ওয়াডে সেঞ্চুরি রয়েছে উইলিয়ামসনের, যা কিউইদের মধ্যে কোনো দলের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে নাথান অ্যাস্টল ভারতের বিপক্ষে এবং রস টেইলর ইংল্যান্ডের বিপক্ষে ৫টি করে সেঞ্চুরি করেছেন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফরম্যাটটিতে সর্বোচ্চ ৫টি করে সেঞ্চুরির রেকর্ড আছে শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি ও ডেভিড ওয়ার্নারের।
চ্যাম্পিয়ন্স ট্রফির এক আসরে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ২টি সেঞ্চুরি করেছেন রাচিন। সমান সংখ্যক সেঞ্চুরি আছে সৌরভ গাঙ্গুলি, সাঈদ আনোয়ার, হার্শেল গিবস, উপুল থারাঙ্গা, শেন ওয়াটসন ও শেখর ধাওয়ানের। তবে ২০০৬ আসরে তিনটি সেঞ্চুরি করে সবার ওপরে আছেন ক্রিস গেইল। কিউইরা ফাইনালে উঠলে সেই রেকর্ডেও ভাগ বসানোর সুযোগ আছে রাচিনের সামনে।
অন্যদিকে, গাঙ্গুলি ও ওয়াটসন পরপর সেঞ্চুরি করেছেন সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে। যে কীর্তি আর কারও নেই।
ম্যাচের প্রথম ৩০ ওভারে কিউইদের বাউন্ডারি সংখ্যা ২২। এর মধ্যে চার ২০টি এবং ছক্কা ২টি। যা চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ৩০ ওভারে তৃতীয় সর্বোচ্চ বাউন্ডারির রেকর্ড। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া ২৩ এবং একই প্রতিপক্ষের সঙ্গে দক্ষিণ আফ্রিকা ২৬টি বাউন্ডারি খেলে প্রথম ৩০ ওভারে।

Side banner