Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩১

আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল


দৈনিক পরিবার | ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০৯:৫৩ এএম আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল

গতকাল রাতে চিলিকে ৩-০ গোলে হারিয়ে নিজেদের কাজটা সেরে রেখেছিল অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিল। তাদের কাছ থেকে শিরোপা ছিনিয়ে নিতে প্যারাগুয়ের বিপক্ষে আজ সকালে আর্জেন্টিনার দরকার ছিল বড় ব্যবধানে জয়। আর্জেন্টাইনরা বড় ব্যবধানে জয় তো দূরের কথা, জয়টাই পেল না।
চূড়ান্ত পর্বের শেষ ম্যাচে চিলির বিপক্ষে ব্রাজিল ও প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনা মুখোমুখি হওয়ার আগে দুদলের পয়েন্টই ছিল সমান ১০ করে, গোল ব্যবধানে আর্জেন্টিনার (৩+) চেয়ে এগিয়ে ছিল ব্রাজিল (৪+)। চিলির বিপক্ষে রাতে জুনিয়র সেলেসাওরা জিতে ৩-০ গোলে। অর্থাৎ শিরোপা জেতার জন্য আর্জেন্টিনার দরকার ছিল অন্তত ৫-০ গোলের জয়। যা মোটামুটি অসম্ভবের কাতারেই। আর্জেন্টিনা সেটা করতেও পারল না, পারল না জিততেও। চূড়ান্ত পর্ব শেষে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল।
ব্রাজিলের এটা ১৩তম শিরোপা, বলা বাহুল্য তারাই এ প্রতিযোগিতায় সফলতম দল। দ্বিতীয় সর্বোচ্চ ৮টি শিরোপা জিতেছে উরুগুয়ে। আর্জেন্টিনা ৫, কলম্বিয়া ৩ ও প্যারাগুয়ে-ইকুয়েডের একবার করে এতে চ্যাম্পিয়ন হয়েছে।
প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনা হেরেছে ২-৩ গোলে। ৪৭ মিনিটের মধ্যেই শিরোপার স্বপ্ন থমকে যায় তাদের। এ সময়ের মধ্যে দুই গোল হজম করা দলটি মাউরিসিও ক্যারিজোর জোড়া গোলে সমতায় ফেরে। ৫২ মিনিটে প্রথম গোল করার পর ৬৬ মিনিটে দ্বিতীয় গোল করেন ক্যারিজো। প্যারাগুয়ের প্রথম গোলটি লুকা মেট ও দ্বিতীয় গোলটি তিয়াগো ক্যাবালেরোর। আর্জেন্টিনার কফিনে শেষ পেরেকটি ঠুকেন দিয়েগো লিওন।
আর্জেন্টিনার হারের আগে ব্রাজিলের জয়টা দাপুটে। যদিও প্রথমার্ধে কোনো গোল পায়নি তারা। ৭৩ মিনিটে ডেডলক ভাঙেন ডেভিড ওয়াশিংটন। ৮৬ মিনিটে পেদ্রোর গোল। দুই মিনিট বাদে গোল করেন রিকার্ডো ম্যাথিয়াস। শেষ মুহূর্তে লাল কার্ড পান পিন্টো আলভেস।
আরেক ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে কলম্বিয়া।

Side banner