জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭ জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন ঝিকরগাছা উপজেলা বালিকা দলকে সংবর্ধনা ও উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। গত সোমবার দুপুরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভুমি) নাভিদ সারওয়ার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাসুমা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রশিদ, উপজেলা প্রকৌশলী সায়ফুল ইসলাম মোল্লা, আইসিটি অফিসার মোঃ মইনুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিকসহ উপজেলা পরিষদের সকল কর্মকর্তাবৃন্দ।
এসময় ঢাকা মেডিকেলে অধ্যয়নরত তানজিমা সুলতানা ও খুলনা মেডিকেলে ভর্তি সুযোগ পাওয়া শিক্ষার্থী মেহেদী হাসানকে ২৫ হাজার টাকা করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :