Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২৩ মাঘ ১৪৩১
রোনালদো

পেলে-ম্যারাডোনা বা মেসি নয়, আমিই সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়


দৈনিক পরিবার | ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ৫, ২০২৫, ১০:২২ এএম পেলে-ম্যারাডোনা বা মেসি নয়, আমিই সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়

পেলে-ম্যারাডোনার পর ফুটবলে শেষের পথে মেসি-রোনালদো অধ্যায়। তবুও শেষ হয়নি সর্বকালের সেরা ফুটবলারের বিতর্ক। কাতার বিশ্বকাপের পর অনেকে মেসিকেই সর্বকালের সেরা ফুটবলার হিসেবে বলে আসছেন। তবে তা মানতে নারাজ রোনালদো। নিজেকেই ইতিহাসের সেরা ফুটবলার হিসেবে মানেন তিনি। তার এই চিন্তাভাবনার কারণও জানিয়েছেন এই পর্তুগিজ সুপারস্টার।
সোমবার (৩ ফেব্রুয়ারি) এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল ওয়াসলকে ৪-০ গোলে হারিয়েছে আল নাসর, যা রোনালদোর ক্লাব ক্যারিয়ারের ৭০০তম জয়। এই ম্যাচে জোড়া গোল করেছেন তিনি। তার ক্যারিয়ারে মোট গোল এখন ৯২৩টি।
একই দিনে এল চিরিনগিতো টিভিকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদোর কাছে জানতে চাওয়া হওয়া সর্বকালের সেরা ফুটবলার কে। জবাবে পরিসংখ্যানে চোখ রাখতে বলেন পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ী তারকা।
রোনালদোর ভাষ্য, ইতিহাসের সর্বোচ্চ গোলস্কোরার কে? বিষয়টা সংখ্যার। কথা শেষ। ইতিহাসের কোন ফুটবলার হেড করে, বাঁ পা দিয়ে, পেনাল্টি থেকে, ফ্রি কিকে সবচেয়ে বেশি গোল করেছে? আরেক দিন এটা দেখছিলাম এবং বাঁ পায়ের খেলোয়াড় না হয়েও, আমি ইতিহাসে বাঁ পায়ে বেশি গোল করাদের তালিকায় সেরা দশে আছি। একই সঙ্গে হেড করে, আমার ডান পায়ে এবং পেনাল্টি থেকেও, সবক্ষেত্রে।
গত দেড় দশকেরও বেশি সময় ধরে ফুটবল বিশ্বকে শাসন করেছেন রোনালদো ও মেসি। প্রতিটি ক্ষেত্রেই একজনের নাম উঠলে তুলনায় চলে আসেন অন্যজন। বিশ্বের সেরা ফুটবলারের প্রশ্নেও তাই। এখানেও রোনালদো বিবেচনায় নিতে বললেন পরিসংখ্যানে দৃষ্টি দিতে।
তিনি বলেন, আমি সংখ্যার বিষয়ে কথা বলছি। আমার মনে হয়, বর্তমানে আমিই সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়। আমার মতে, এটা আমিই। ফুটবলে আমি সবকিছুই ভালোভাবে করি, আমার মাথা দিয়ে, ফ্রি কিকে, বাঁ পায়ে। আমি ক্ষীপ্র, আমি শক্তিশালী।
পেলে-ম্যারাডোনা-মেসিকে নিয়ে এই আল নাসর তারকা বলেন, একটা বিষয় হলো পছন্দের-আপনি মেসি, পেলে, ম্যারাদোনাকে পছন্দ করতে পারেন এবং এই ব্যাপারটাকে আমি সম্মান করি, কিন্তুৃ আমি সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়। আমার চেয়ে ভালো কাউকে দেখি নাই আমি এবং এটা আমি মন থেকেই বলছি।
রাত পোহালের চল্লিশের কোটায় পা রাখবেন রোনালদো। তারপরও ফুটবল মাঠে দাপট দেখিয়ে যাচ্ছেন তিনি। হাজার গোলের স্বপ্ন পূরণের পথে দারুণভাবেই এগিয়ে যাচ্ছেন তিনি। নতুন বছরে তার গোল হয়ে গেল সাতটি। সবশেষ ১১ ম্যাচে গোল করেছেন ১৫টি।
এ নিয়ে তিনি বলেন, আমি খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মানসিকতার। এতটাই যে, মাঝেমধ্যে নিজের অর্জন সম্পর্কেই ভুলে যাই। কারণ, এতে আমি আরও বেশি কিছু করার এবং প্রতি বছর আরও ভালো করার অনুপ্রেরণা পাইৃ আমার মনে হয়, অন্যদের থেকে এখানেই আমার পার্থক্য। আমার অবস্থানে অন্যরা হয়তো ১০ বছর আগেই ফুটবলকে বিদায় বলে দিত। আমি আলাদা, কথা শেষ।

Side banner