Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

সাফজয়ী নারী ফুটবলারকে হত্যা ধর্ষণের হুমকী


দৈনিক পরিবার | ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ৪, ২০২৫, ০৬:০০ পিএম সাফজয়ী নারী ফুটবলারকে হত্যা ধর্ষণের হুমকী

ফুটবলার ও কোচের দ্বন্দ্ব নিয়ে বাংলাদেশের নারী ফুটবল বর্তমানে ক্রীড়াঙ্গনের অন্যতম আলোচিত ইস্যু। ব্রিটিশ কোচ পিটার বাটলারের অধীনে খেলতে না চাওয়ার কথা জানিয়ে অবসরের হুমকি দিয়েছেন সাফজয়ী ফুটবলারদের বড় একটি অংশ। বিপরীতে তাদের বাদ দিয়েই কোচিং করানোর পাল্টা হুমকি দেন কোচ বাটলার। এরই মাঝে সাফজয়ী তারকা মাতসুসিমা সুমাইয়া অনলাইনে ‘হত্যা ও ধর্ষণের’ হুমকি পাওয়ার অভিযোগ করেছেন!
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে এই দাবি করেছেন সুমাইয়া। যেখানে তিনি স্কুলজীবন থেকে ফুটবল শুরু, এরপর ক্রমান্বয়ে জাতীয় দলের অংশ হওয়া এবং সাফ জয়ের গল্প তুলে ধরেন। ফুটবলে ক্যারিয়ার গড়তে নিজের বাবা-মায়ের সঙ্গেও নাকি লড়তে হয়েছে এই নারী মিডফিল্ডারকে। তবে গত কয়েকদিনে পাওয়া হুমকির পর তিনি নিজের ফেলে আসা সেই সময়ের জন্য অনুশোচনা করছেন, বলছেন অকল্পনীয় এই পরিস্থিতির ট্রমায় আটকে গেছেন সুমাইয়া।
ফেসবুক পোস্টে বাংলাদেশি এই ফুটবলার লিখেছেন, ‘আমি মাতসুসিমা সুমাইয়া, বাংলাদেশ নারী ফুটবল দলের একজন খেলোয়াড়। ইংলিশ মিডিয়াম স্কুলে থাকাকালে ফুটবল খেলা শুরু এবং মালদ্বীপে ২০২৪ সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপে সাফল্য পাওয়ার এই যাত্রাটা বেশ অম্লমধুর। যখন আমি পথটি বেছে নিই, আমার স্বপ্ন ছিল তরুণ শিক্ষার্থীদেরও এই পথের স্বপ্ন দেখানো, যাদের বাবা-মা পড়ালেখাকেই কেবল গুরুত্ব দেন।’
‘আমি দেখাতে চেয়েছি আবেগ এবং নিবেদন থাকলে যেকোনো বাধা ভেঙে এগিয়ে যাওয়া যায়। কিন্তু এই মুহূর্তে আমার অনুশোচনা হচ্ছে। আক্ষেপ হচ্ছে এই কারণে যে আমি এমন এক দেশকে সেবা দিতে শিক্ষা, পরিবার, ঈদ সবকিছু বিসর্জন দিয়েছি; যেখানে এসব সংগ্রামের কোনো মূল্য-ই নেই।’
এরপরই অনাকাঙ্খিত হুমকির কথা জানিয়ে সুমাইয়া লিখেছেন, ‘ফুটবলে ক্যারিয়ার গড়তে আমাকে বাবা-মায়ের সঙ্গেও লড়তে হয়েছে, বিশ্বাস ছিল আমার দেশকে অন্তত পাশে পাব। কিন্তু বাস্তবতা ভিন্ন। কেউই সত্যিকার অর্থে একজন অ্যাথলেটের মানসিক স্বাস্থ্যকে পরোয়া করে না। আমি এবং আমার সতীর্থদের কী পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে সে সম্পর্কে (ইংরেজি চিঠিতে) জানানো আমার ন্যূনতম সামর্থ্য আছে। কিন্তু গত কয়েকদিনে, আমি অসংখ্য হত্যা ও ধর্ষণের হুমকি পেয়েছি সেখানে এমনও শব্দ আছে, যা অকল্পনীয়ভাবে আমাকে বিধ্বস্ত করে দিচ্ছে।’
‘আমি জানি না এই ট্রমা কাটিয়ে উঠতে আমার কতটা সময় লাগবে। এতটুকু জানি যে, নিজের স্বপ্নের পেছনে দৌড়ানো কাউকে এমন পরিস্থিতিতে পড়া কখনোই উচিৎ নয়’, আরও যোগ করেন জাপানি মায়ের কন্যা সুমাইয়া।
প্রসঙ্গত, কোচ বাটলারকে নিয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের কাছে চিঠি দিয়েছিলেন বাংলাদেশ নারী দলের ১৮ ফুটবলার। তাদের অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করে বাফুফে। পরবর্তীতে বিশেষ এই কমিটি গত ২ ফেব্রুয়ারি বয়কটের ডাক দেওয়া ফুটবলারদের মধ্যে সাবিনা-সুমাইয়াসহ ৭ জনের জবানবন্দি নিয়েছে। এর আগে বাফুফে সভাপতির কাছে পাঠানো লিখিত অভিযোগের সঙ্গে ইংরেজি চিঠি লিখেছিলেন জাপানিজ বংশোদ্ভুত ফুটবলার সুমাইয়া মাতসুসিমা।

Side banner