Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

জাতীয় দলের ক্যাম্প শুরু ২৮ ফেব্রুয়ারি


দৈনিক পরিবার | ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ৩, ২০২৫, ১১:১৬ পিএম জাতীয় দলের ক্যাম্প শুরু ২৮ ফেব্রুয়ারি

এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দলের কন্ডিশনিং ক্যাম্প শুরু হচ্ছে ২৮ ফেব্রুয়ারি। দুই ধাপে হবে এবারের ক্যাম্প। ২৮ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত ঢাকায় হবে প্রস্তুতি ক্যাম্প। 
টানা তৃতীয়বারের মতো মরুর দেশে প্রস্তুতি নেবেন তপু বর্মণ-রাকিব হোসেনরা। সেখানে ১৫ দিন চলবে অনুশীলন। এরপর ১৭ই মার্চ আবারও ঢাকায় ফিরে আসবে দল। তিনদিন পর ২০ মার্চ ম্যাচ ভেন্যু ভারতের শিলংয়ে যাবে হাভিয়ের কাবরেরার শিষ্যরা।
ঢাকা থেকে শিলংয়ের বিমানে চড়বেন হামজা চৌধুরীও। ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগের দল শেফিল্ড ইউনাইটেডে খেলা এই মিডফিল্ডারের ঢাকায় আসার কথা রয়েছে ১৯ মার্চ। বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেছেন, ‘শিলংয়ে যাওয়ার আগেই হামজা ঢাকায় চলে আসবে। এরপর দলের সঙ্গেই সে সেখানে যাবে।’ 
প্রস্তুতি ক্যাম্প শুরুর আগে প্রিমিয়ার লিগে দ্বিতীয় পর্বের এক রাউন্ড হয়ে যাবে। ২১ ও ২২ ফেব্রুয়ারি হবে ম্যাচ। ফুটবলারদের খেলার মধ্যে রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছে পেশাদার লিগ কমিটি।

Side banner