২০০৯ সালে রিয়াল মাদ্রিদের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ফ্লোরেন্তিনো পেরেস। এরপর থেকে অসংখ্য শিরোপা জয়ের স্বাদ পেয়েছে লস ব্লাঙ্কোসরা। সেই সঙ্গে নিজের চেয়ারটা আকড়ে ধরে রেখেছেন তিনি। এবার নিজের চেয়ারের মেয়াদটা আরও ৪ বছর বাড়ালো ইউরোপের সফলতম এই ক্লাবটির প্রধান।
গত ৭ জানুয়ারি ক্লাবের ইলেকটোরাল বোর্ডকে নির্বাচনী প্রক্রিয়া শুরু করতে অনুরোধ জানান পেরেস। ১০ দিন পর একমাত্র প্রার্থী হিসেবে পেরেসের প্রার্থিতা অনুমোদন করা হয়। যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চার বছরের মেয়াদে রিয়াল মাদ্রিদের সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি।
২০২৯ সাল পর্যন্ত স্প্যানিশ ক্লাবটির প্রধানের দায়িত্বে থাকবেন তিনি। এই নিয়ে টানা পঞ্চম এবং সব মিলিয়ে সপ্তমবার রেয়ালের সভাপতি হলেন ৭৭ বছর বয়সী পেরেস।
প্রথম দফায় ২০০০ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি এই দায়িত্বে ছিলেন। ২০০৯ সালে আবার এই ভূমিকায় ফেরার পর ২০১৩, ২০১৭, ২০২১ ও ২০২৫ সালে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন।
ক্লাবের বাইলজ অনুযায়ী, বিকল্প প্রার্থী না থাকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত ঘোষণা করা হয়। ইউরোপের সফলতম ক্লাবটি রোববার পেরেসের পুনরায় নির্বাচিত হওয়ার কথা জানায়।
পেরেস দায়িত্বে থাকার সময়ে রিয়াল মাদ্রিদের ফুটবল ও বাস্কেটবল দল মিলে জিতেছে মোট ৬৫টি শিরোপা। ১৫টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার ৭টিই এসেছে তার মেয়াদে। ক্লাবটির ইতিহাসে সবচেয়ে সফলতম সভাপতি তিনিই।
আপনার মতামত লিখুন :