৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৫ উপলক্ষে ১৩ এবং ১৪ জানুয়ারী/২০২৫ দু'দিন ব্যাপি শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে শার্শা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন শার্শা উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও) কাজী নাজিব হাসান।
সোমবার (১৩ জানুয়ারী) সকালে টেকনিক্যাল স্কুল প্রাঙ্গণে লাল, নীল বেলুন উড়িয়ে তিনি এই মেলার উদ্বোধনী কার্যক্রম শুরু করেন। এ সময় কলেজের অধ্যক্ষ প্রকৌশলী সাজেদুল ইসলামের তত্বাবধানে মেলায় শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে পরিচালিত কলেজ ভবনের ৪র্থ তলায় সর্বমোট ২৩টি স্টল স্থান পায়।
দর্শনার্থীদের জন্য কক্ষ নং-৪১০ এ প্রযুক্তি প্রদর্শণ করে ডাঃ আফিলউদ্দীন ডিগ্রী কলেজ। শার্শা উপজেলা কলেজ। সরকারি বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ ডিগ্রী কলেজ। সরকারি ফজিলাতুননেছা মহিলা কলেজ। নাভারণ ডিগ্রী কলেজ এবং শার্শা সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়।
কক্ষ নং-৪১১ তে প্রযুক্তি প্রদর্শন করে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়। লক্ষণপুর স্কুল এন্ড কলেজ। বাগআঁচড়া গার্লস স্কুল এন্ড কলেজ। মরিয়ম মেমোরিয়াল মাধ্যমিক বালিকা বিদ্যালয়। বুরুজবাগান মাধ্যমিক বালিকা বিদ্যালয় ওশার্শা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ।
কক্ষ নং-৪১২ তে প্রযুক্তি প্রদর্শন করে নাজাতলা মাধ্যমিক বিদ্যালয়। বলুন্ডা মাধ্যমিক বিদ্যালয়। পাকলিয়া মাধ্যমিক বিদ্যালয়। বাসনীচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়। গোড়পাড়া মাধ্যমিক বিদ্যালয় ও বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়।
কক্ষ নং-৪১৩ তে প্রযুক্তি প্রদর্শন করে অ্যামাস কম্পিউটার ট্রেনিং সেন্টার। গ্রামীণফোন কমিউনিটি ইনফরমেশন সেন্টার। ধান্যখোলা মাধ্যমিক বিদ্যালয় ও জে.সি.বি বিজ্ঞান ক্লাব।
মঙ্গলবার (১৪ জানুয়ারী) সকাল ১০টার দিকে ২য় বারের মত মেলা পরিদর্শণে আসেন ইউএনও নাজিব হাসান। ৪র্থ তলায় অনুষ্ঠিত মেলায় স্থান পাওয়া ২৩টি বিজ্ঞান ও প্রযুক্তি স্টলগুলি তিনি ঘুরেফিরে দেখেন এবং স্টলে প্রদর্শিত প্রযুক্তির উদ্ভাবকদের সাথে কথা বলেন। স্টল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন-"আমাদেরকে আরো বেশি এগিয়ে যেতে হবে, এজন্য বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। অন্যথায়, আমরা পিছিয়ে পড়বো। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারে আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মান করতে। মেলাটি তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞান মনস্কতা বৃদ্ধির পাশাপাশি প্রযুক্তির প্রতি আগ্রহ সৃস্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন"।
এ সময় পরিদর্শনে অংশ নেন উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ। মেলা পরিচালনায় অংশ নেন ঐ কলেজের ১৭ জন শিক্ষক। পাশাপাশি সার্বক্ষনিক দায়িত্ব পালন করেন শার্শা উপজেলার একাডেমিক সুপার ভাইজার এ কে এম নুরুজ্জামান।
আপনার মতামত লিখুন :