Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১

তেঁতুলিয়ায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন


দৈনিক পরিবার | আহসান হাবিব, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি জানুয়ারি ১৫, ২০২৫, ০৯:৩৪ পিএম তেঁতুলিয়ায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ শীর্ষক শ্লোগানে তেঁতুলিয়ায় ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।
তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে আয়োজিত দুই দিনব্যাপী (১৫ ও ১৬ জানুয়ারি) এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে রাব্বি।
শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিগত জ্ঞান চর্চায় সম্পৃক্ত রাখার অপরিহার্যতা বিবেচনায় প্রতি বছরের ন্যায় চলতি ২০২৪-২৫ অর্থবছরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্ত্বাবধানে আয়োজিত এ মেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে এ মেলায় বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিজ উদ্ভাবিত ধারণা থেকে আবিষ্কৃত উদ্ভাবানী প্রকল্প ১৮টি স্টলে উপস্থাপন করবেন। 
এ সময় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আরমান ওয়াহিদ আনসারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আলী, উপজেলা আইসিটি কর্মকর্তা নবীউল কারিম সরকার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মিঠুন কুমার রায়, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নাফিজুল ইসলাম, তথ্যসেবা কর্মকর্তা ফাতেমাতুজ্জোহরাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

Side banner