Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১১ মাঘ ১৪৩১

গাংনীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন


দৈনিক পরিবার | মাহাবুল ইসলাম জানুয়ারি ১৫, ২০২৫, ০৮:৫৮ পিএম গাংনীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

"জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়" এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরের গাংনীতে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। 
বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১১টার দিকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় গাংনী উপজেলা পরিষদ চত্বরে এই মেলার উদ্বোধন করা হয়। 
গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রিতম সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পায়রা উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। 
উদ্বোধন শেষে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রযুক্তি উদ্যোক্তাদের নিয়ে মোট ২২ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। 
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, গাংনী থানার অফিসর ইনচার্জ (ওসি) বানী ইসরাইল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মেহেরপুর জেলা শাখার সদস্য সচিব মুজাহিদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দরা।

Side banner