Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১

বাঞ্ছারামপুরে ৪৬তম বিজ্ঞান প্রযুক্তি ও অলিম্পিয়াড মেলার উদ্বোধন


দৈনিক পরিবার | ফজলে রাব্বি রিফাত জানুয়ারি ১৫, ২০২৫, ০৮:২১ পিএম বাঞ্ছারামপুরে ৪৬তম বিজ্ঞান প্রযুক্তি ও অলিম্পিয়াড মেলার উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিজ্ঞান প্রযুক্তি ও অলিম্পিয়াড মেলা ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠান বুধবার (১৫ জানুয়ারি) উপজেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মেলাটির মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিতে উৎসাহী করা এবং উদ্ভাবনী চিন্তা ভাবনার বিকাশ ঘটানো।
উপজেলার নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির চর্চা ছাড়া জাতির উন্নয়ন সম্ভব নয়। শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 
উপজেলা সহকারী  কমিশনার (ভূমি)  মো: নজরুল ইসলাম বলেন, বর্তমান বিশ্ব প্রযুক্তি নির্ভর, আমাদের টিকে থাকলে হলে শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে এবং বিজ্ঞান মনস্ক হতে হবে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষকমন্ডলী, গণমাধ্যমকর্মী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 
উদ্বোধনী অনুষ্ঠান শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বিজ্ঞান ও প্রযুক্তির চর্চার প্রয়োজনীয়তা, শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা বিকাশের গুরুত্ব এবং প্রযুক্তি নির্ভর ভবিষ্যতের প্রস্তুতির ওপর জোর দেন।
মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ১৫টিরও বেশি স্টল স্থাপন করা হয়। প্রতিটি স্টলে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। যেমন সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন, স্মার্ট সিটি, কার্বন নি:সরন পদ্ধতি পানি বিশুদ্ধকরণ পদ্ধতি, রোবটিক্স প্রযুক্তি এবং কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার। স্টলগুলো পরিদর্শন করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এবং উপস্থিত অতিথিরা।
শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বিজ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
মেলার শেষাংশে অতিথিরা মেলার আয়োজনের জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান। তারা এ ধরনের উদ্যোগ নিয়মিত আয়োজনের আহ্বান জানান, যা শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্কতায় উদ্বুদ্ধ করবে।
জাতীয় বিজ্ঞান প্রযুক্তি ও অলিম্পিয়াড মেলা ২০২৫ শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান চর্চা ও উদ্ভাবনী ক্ষমতা বিকাশে বিশেষ ভূমিকা পালন করবে বলে আশা করা যাচ্ছে।

Side banner