উপজেলা পর্যায়ে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সাপ্তাহ উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে। জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে আজ সোমবার দুপুরে এ বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও বিজ্ঞান মেলার আয়োজন করা হয়।
বিজ্ঞানমেলা উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও অরুন কৃষ্ণ পাল ।
অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার এটিএম রুহুল আমিন বেগ, সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক আসাদুজ্জামান প্রমুখ।
দুই দিনব্যাপী বিজ্ঞান মেলায় ১৩ টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা, অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও অরুন কৃষ্ণ পাল বলেন, ফিতা কেটে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে।
আপনার মতামত লিখুন :