বগুড়ার সোনাতলায় বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পর্যায়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন (৪৬তম বিজ্ঞান মেলা) ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতি মুলক এসভা অনুষ্ঠিত হয়।
আগামী ১৫ই জানুয়ারি বুধবার এ মেলা উপজেলা পরিষদের কৃষি অফিসের পার্শ্ববর্তী অনুষ্ঠিত হবে এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করবেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিক, কৃষিবিদ ও কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ নজমুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মাইনুল হক, সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দ্বায়িত্ব প্রাপ্ত সিনিয়র শিক্ষক ও শিক্ষক নেতা আব্দুল হাই, বয়ড়া কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ, টিএম ম্যামোরিয়াল একাডেমীর প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, বালুয়াহাট ডিগ্রী কলেজের অধ্যাপক মো. জিল্লুর রহমান, সবুজ সাথী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসিনা বেগম, ইউনাইটেড স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, বালুয়াহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন ও বাগবাড়ি নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান কবীর সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা এ সভায় উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :