বগুড়ার ধুনটে ৪৬ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার ৮ জানুয়ারী ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে এ মেলা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদু ঘরের তত্বাবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একরামুল হক, ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক তফিজ উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মনসুর আহমেদ পাশা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমীর আমিনুল ইসলাম, সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, ধুনট প্রেসক্লাবের সভাপতি দৈনিক করতোয়ার প্রতিনিধি রফিকুল আলম।
এসময় ধুনট উপজেলা প্রেসক্লাবের প্রধান সমন্নয়ক কারিমুল হাসান লিখন, আমরা ধুনটবাসী ফাউন্ডেশনের সভাপতি আঁখিনুর জামান বকুল, রক্তদান সংগঠন লাল ভালোবাসার সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমীন নোমান সহ উপজেলা পরিষদের কর্মকর্তা, সাংবাদিকরাসহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজ্ঞান ও প্রযুক্তি মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন।
আপনার মতামত লিখুন :