Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৭ মাঘ ১৪৩১

রাঙ্গামাটিতে মন্দির পরিদর্শন করলেন নেপালের রাষ্ট্রদূত


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার জানুয়ারি ১৮, ২০২৫, ০১:১৭ পিএম রাঙ্গামাটিতে মন্দির পরিদর্শন করলেন নেপালের রাষ্ট্রদূত

নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী রাঙ্গামাটি শ্রী শ্রী রক্ষা মন্দির পরিদর্শন করেছেন। শনিবার (১৮ জানুয়ারি) সকালে তিনি মন্দির পরিদর্শন করেন। এসময় তিনি মায়ের কাছে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা করেন। 
রাষ্ট্রদূত মন্দিরে এসে পৌঁছালে ফুলের শুভেচ্ছা জানান শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরের সাধারণ সম্পাদক পংকজ মল্লিক ও রাঙ্গামাটিতে বসবাসরত নেপালের বংশোদ্ভূত রাঙ্গামাটির স্থায়ী বাসিন্দারা।
এ সময় ঘনশ্যাম ভান্ডারী তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, রাঙ্গামাটিবাসীর আত্মীয়তায় আমি মুগ্ধ। আমি রাঙ্গামাটি কালী মায়ের মন্দিরে প্রার্থনা করেছি। খুবই সুন্দর একটি মন্দির।
তিনি বলেন, আমি আরও বেশি খুশি হয়েছি রাঙ্গামাটিতে আমাদের নেপালের বংশোদ্ভূত লোকজনকে দেখে। তারাও আমাকে দেখে অনেক আবেগে আপ্লুত হয়েছে।
এসময় নেপালের রাষ্ট্রদূতদের সাথে রাঙ্গামাটি জেলা প্রশাসনের সহকারী ম্যাজিস্ট্রেট শিব শংকর বসাক, শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরের পুরোহিত রনধির চক্রবর্তী, মন্দিরের সাধারণ সম্পাদক পংকজ মল্লিক, গুর্খা কল্যাণ ফাউন্ডেশনের সহসভাপতি শিলা রায়, গুর্খা কল্যাণ ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ পংকজ বাহাদুর গুর্খসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

Side banner