Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

সরিষাবাড়ীতে বড় দিন উদযাপন 


দৈনিক পরিবার | সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি  ডিসেম্বর ২৫, ২০২৪, ০৪:০৪ পিএম সরিষাবাড়ীতে বড় দিন উদযাপন 

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ বুধবার দিনব্যাপী কামরাবাদ এজি চাচে খ্রিষ্ট ধর্মাবলম্বীরা বড়দিন উদযাপন করেছেন। কামরাবাদ এজি মিশন ও চার্চ এ উপলক্ষে নানা অনুষ্ঠানমালার আয়োজন করে। 
জানা গেছে, হতদরিদ্র শিশুদের মধ্যে খাবার বিতরণ, আলোচনা সভা ও কেক কাটা হয়। সারা বিশ্ব মানবের শান্তির জন্য প্রার্থনা করা হয়। প্রার্থনা পরিচালনা করেন চার্চের ফাদার সিমন বিশ্বাস। চার্চে কেক উপহার দেন জামালপুরের পুলিশ সুপার এসপি সৈয়দ রফিকুল ইসলাম।আজ বুধবার দুপুরে চার্চ পরিদর্শন করেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চাঁদ মিয়া। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী ও র‌্যাব উপস্থিত ছিলেন। 
কামরাবাদ এজি মিশন ও মার্চের ফাদার সিমন বিশ্বাস বলেন, নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বড়দিন উদযাপন করা হয়েছে।

Side banner