Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

ঘোড়াঘাটে বড়দিন উপলক্ষে খ্রীষ্টধর্মাবলম্বীদের সহায়তা প্রদান


দৈনিক পরিবার | সেলিম রেজা, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি ডিসেম্বর ২৪, ২০২৪, ১০:৫৬ পিএম ঘোড়াঘাটে বড়দিন উপলক্ষে খ্রীষ্টধর্মাবলম্বীদের সহায়তা প্রদান

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় খ্রীষ্ট ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান শুভ বড়দিন উপলক্ষে মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আমরা ঘোড়াঘাটবাসী বাংলাদেশের ভূখন্ডে আছি, তাই আমরা বাংলাদেশী। কাজেই মনে রাখতে হবে আমাদের জাতীয় পরিচয় হচ্ছে আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রীষ্টান, চাকমা, মারমা, গারো, হাজং বা সাঁওতাল এইটা আমাদের ধর্মীয় পরিচয়। আর আমাদের জাতীয় পরিচয় হচ্ছে শহীদ জিয়ার যে দর্শন আমরা বাংলাদেশী, অর্থাৎ এই দেশটা আপনার, আমার ও আমাদের। কাজেই এই দেশের মালিকানা আমাদের সবার। এই দেশের ভালো মন্দ সবকিছু আমাদেরকে আনন্দ দেয়, কষ্ট দেয়, দুঃখ দেয়। কাজেই এই দেশের মানুষগুলো যেন ভালো থাকে সেকারণে মিলেমিশে এক সঙ্গে কাজ করতে হবে। 
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ২ টায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ অডিটরিয়াম হল রুমে বড়দিন উদযাপন উপলক্ষে উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মোঃ শামীম হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনের সঞ্চালনায় ঘোড়াঘাট উপজেলার সকল খ্রীষ্ট ধর্মালম্বীদের সঙ্গে শুভেচ্ছা, মতবিনিময় ও ৭৬টি চার্চের সভাপতি সম্পাদকের হাতে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। 
উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া, সহ-সভাপতি মো. মাহবুবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজার রহমান লাবলু, ঘোড়াঘাটে পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, উপজেলা আন্ত-মান্ডলিক খ্রীষ্টান ফেলোশিপের সভাপতি সনাতন মার্ডি প্রমুখ। 
এ সময় উপজেলা ও পৌর বিএনপি ও তার সহযোগী ্অঙ্গ  সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Side banner