টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে গভীর রাতে সাথীদের উপর সাদপন্থী কর্তৃক হামলা ও হত্যাকারীদের বিচারের দাবিতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সোমবার (২৩ ডিসেম্বর) উপজেলা মডেল মসজিদে সামনে সড়কে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে।
উপজেলার তাওহিদী জনতা ও তাবলীগী জামায়াতের উদ্যোগে এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়।
জানা গেছে, সম্প্রতি টঙ্গী বিশ্ব এস্তেমা ময়দানে গভীর রাতে সাদপন্থি কর্তৃক সাথীদের ওপর হামলা চালিয়ে আহত ও হত্যা করা হয়। এর প্রতিবাদ আজ সকাল দশটায় উপজেলা মডেল মসজিদের সামনে সড়কে মানববন্ধন শুরু করা হয। দুপুর ১২ টা পর্যন্ত মানববন্ধন শেষ হয়।
মানববন্ধন শেষে সমাবেশে সভাপতিত্ব করেন সরিষাবাড়ী হাফিজিয়া মাদ্রাসার মুহতারিম হাফেজ সহিদুল ইসলাম। এতে বক্তব্য দেন উপজেলা ইমাম সমিতির সভাপতি নাজমুল হুদা ফয়েজি, সহ-সভাপতি মুফতি মাহবুবুর রহমান, উপজেলা ওয়ালামা পরিষদের সভাপতি আবু বকর সিদ্দীক, মুফতি জিল্লুর রহমান, হাবিবুর রহমান, সরিষাবাড়ী উপজেলা মডেল মসজিদের ইমাম আবু সাঈদ কাসেমী, মাওলানা মিজানুর রহমান, মুফতি মুখলেসুর রহমান, মাওলানা খোরশেদ আলম, উপজেলা মার্কাস মসজিদের মুরুব্বী মো. শাহীন মিয়া প্রমুখ।
উপজেলা ইমাম সমিতির সভাপতি নাজমুল হুদা ফয়েজী বলেন, টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে গভীর রাতে সাদপন্থী কর্তৃক হামলা চালিয়ে ও কুপিয়ে আমাদের ৪-সাথীকে হত্যা করে। এর প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :