নওগাঁর পোরশার গাংগুরিয়া তাতিপাড়া সৈয়দ ইছাহাক কেরাতুল কোরআন মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের আয়োজন করা হয়।
শনিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাতে পোরশার গাঙ্গুরিয়া ডিগ্রী কলেজ ময়দানে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব কাওসার কামাল চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মো. মোজাম্মেল হক মাস্টার সভাপতি ইসলামী আন্দোলন গাঙ্গুরিয়া ইউনিয়ন। বিশেষ আলোচক হিসেবে যারা উপস্থিত ছিলেন মাওলানা মাসুম বিল্লাহ ইলিয়াস, আলহাজ্ব হাফেজ ওমর আলী, আলহাজ্ব মাওলানা হুজ্জাতুল্লাহ শেখ।
অনুষ্ঠানের প্রধান আলোচক নায়েবে আমীরুল মুজাহিদিন শাইখুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দা,বা, শায়েখে চরমোনাই।
তিনি তার আলোচনায় কুরআন ও হাদিস থেকে মূল্যবান বয়ান পেশ করেন। পরিশেষে সমস্ত বিশ্ববাসীর জন্য দোয়া ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করেন।
আপনার মতামত লিখুন :