বগুড়ার সোনাতলায় রবিবার (১৫ ডিসেম্বর) সাংবাদিক বিকাশ স্বর্ণকার এর বাড়িতে আরাধ্য দেবতা গোপাল এর পুজা অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, কার্তিক মাসের শেষের রবিবার অথবা বৃহস্পতিবার খুব ভোরে প্রতিটি বাড়ির গৃহিণীরা কাঁঠালের পাতায় পুজার সামগ্রী সাজিয়ে সংসারের মঙ্গল কামনা করে পুরো অগ্রহায়ণ মাস জুড়ে রবিবার ও বৃহস্পতিবার ভোরে গৃহ পুজা করে থাকেন। এছাড়াও গ্রামের প্রতিটি বাড়ির সনাতনী গৃহিণীরা একত্রিত হয়ে পুজা শেষে গোপালের মাহাত্ম্য কথা বলে থাকেন। তবে এ পুজা আনুষ্ঠানিক ভাবে শেষ হয় মাস শেষে।
একজন গৃহিণী জানান, অগ্রহায়ণ মাস জুড়ে পুজা শেষে মাসের শেষ রবিবার অথবা বৃহস্পতিবার বড় পরিসরে ফুল ফল সহ নানা ধরনের দ্রব্য সাজিয়ে পুরোহিতকে দিয়ে পুজা করা হয়।
তারা আরও জানান, সাংসারিক সুখ শান্তি লাভের জন্য গোপালের পুজা করা হয়।
আপনার মতামত লিখুন :