Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
ষোড়শ প্রহরব্যাপী মহোৎসব উদযাপন

উত্তর গুজরা অন্নদা ঠাকুরের ১৩৪ তম আবির্ভাব


দৈনিক পরিবার | মিলন বৈদ্য শুভ ডিসেম্বর ১৪, ২০২৪, ০৫:১২ পিএম উত্তর গুজরা অন্নদা ঠাকুরের ১৩৪ তম আবির্ভাব

দক্ষিণ রাউজান গুজরা শ্রী শ্রী রামকৃষ্ণ স্বপ্নাদিষ্ট পরম পুরুষ উত্তর গুজরা, রাউজানের সুসন্তান তথ্য  বিশ্ব বন্দনীয় সাধক কলকাতাস্থ দক্ষিণেশ্বর আদ্যাপীঠ রামকৃষ্ণ গুরু শ্রী শ্রী ঠাকুরের ১৩৪ তম শুভ আবির্ভাব উপলক্ষে ১২, ১৩ ও ১৪ ডিসেম্বর তিন দিনব্যাপী ষোড়শ প্রহরব্যাপী মহানাম যজ্ঞ সংকীর্তন উদযাপন করা হয়েছে।
আদ্যাপীঠ ট্রাস্টি দিলীপ মজুমদারের সভাপতিত্বে ও কাঞ্চন তালুকদার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক সাংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দীন কাদের চৌধুরী।
উৎসব কমিটির সভাপতি আশুতোষ চক্রর্বত্তী ও সাধারণ সম্পাদক সজল কান্তি কর। 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবক ফিরোজ আহমেদ, যুবদলের নেতা ফয়জুল ইসলাম চৌধুরী (টিপু), পৌর বিএনপি নেতা জাগের হোসেন, পরিতোষ চক্রর্বত্তী, মতিলাল বিশ্বাস,  বিজয় বিশ্বাস (বিষু), রনজিৎ চক্রর্বত্তী, বিজয় বিশ্বাস, অন্তু বিশ্বাস, রাকেশ সরকার, বিটু কান্তি দে, প্রিন্স চৌধুরী (শুভ), জনি চক্রর্বত্তী, তপন বিশ্বাস, সোহেল দত্ত রনজিত সরকার, মো, জানে আলম সিকদার, আব্দুল মান্নান, জসিম উদ্দীন, আবু ফয়েজ, নাজিম উদ্দীন, আব্বাস উদ্দীন প্রমুখ।
এতে আরো উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের অসংখ্য নেতাকর্মী। 
উক্ত মহতী ষোড়শ প্রহরব্যাপী মহোৎসবে দূর দূরান্ত থেকে আগত হাজার হাজার পূর্ণতা ভক্তবৃন্দ সমবেত হয়।

Side banner