জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোরে দুর্বৃত্তরা কামরাবাদ শ্মশান কালী মাতা মন্দিরের ৭টি প্রতিমা ভাঙচুর করেছে। এ সময় বিভিন্ন প্রতিমার গায়ে থাকা সোনার গহনা দুর্বৃত্তরা চুরি করে নিয়ে যায়।
মন্দির পরিচালনা পর্ষদ ও পুলিশ সূত্রে জানা গেছে, পৌরসভার কামরাবাদ এলাকায় শ্মশান কালী মাতা মন্দিরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় মন্দিরের ভক্তরা পূজা অর্চনা করে মন্দিরের ফটকে তালা মেরে চলে যায়। দুর্বৃত্তরা আজ শুক্রবার ভোরে মন্দিরের ফটকের তালা ভেঙ্গে ভিতরে রাখা শীতলা, মহাকালী, কালী, মহাদেব, ডাকিনী, ঢুকিনি ও স্বর্ণ দেবতার প্রতিমা ভাঙচুর করে। এ সময় দুর্বৃত্তরা প্রতিমার গায়ে থাকা বিভিন্ন সোনার গহনা চুরি করে নিয়ে যায়।
আজ সকাল আটটায় মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত পুরোহিত লাল চন্দ্র বর্মন মন্দিরে এসে দেখেন মন্দিরের ঘটকের তালা ভাঙ্গা। পরে মন্দিরে ভিতরে প্রবেশ করে দেখেন সাতটি প্রতিমা ভাঙচুর করা হয়েছে।
খবর পেয়ে মন্দিরে ভক্তরা মন্দির ভাঙ্গনে জমা হতে থাকেন। সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করেন।
আজ শুক্রবার দুপুর একটায় ভাঙচুর হওয়া ৭টি প্রতিমা মন্দিরের পাশে ঝিনাই নদীতে বিসর্জন দেওয়া হয়।
মন্দির পরিচালনা পর্ষদের সভাপতি উত্তম কুমার তেওয়ারি বলেন, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে মন্দিরে তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে মন্দিরের ছাত্রী প্রতিমা ভাঙচুর করে ও বিভিন্ন স্বর্ণালংকার নিয়ে যায়। তিনি আরো বলেন, এ ব্যাপারে আইনের আশ্রয় নেওয়া হবে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চাঁদ মিয়া বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :