Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১

রাজধানীতে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৯, ২০২৪, ০৫:১০ পিএম রাজধানীতে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

রাজধানী ঢাকার তুরাগে রানাভোলা বায়তুন নূর জামে মসজিদের উন্নয়ন কল্পে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ডিসেম্বর) রানাভোলা মসজিদ প্রাঙ্গণে এ তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। 
রানাভোলা বায়তুন নূর মসজিদের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রউফ প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মো. মোস্তফা জামান। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন হযরত মাওলানা মোস্তাক ফয়েজী পীর সাহেব। 
বিশেষ বক্তা ছিলেন আল্লামা মুফতি কামালউদ্দিন, মুফতী মাওলানা ইসমাইল আল হোসাইনী, মুফতী সাইদুল ইসলাম আজাদী। 
অনুষ্ঠানটি পরিচালনা করেন রানাভোলা বায়তুন নূর জামে মসজিদের ইমাম মাওলানা মো. সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির আহবায়ক কমিটির ১নং যুগ্ম আহবায়ক খোকা এবং যুগ্ম আহবায়ক হাজী জহিরুল ইসলাম।  

Side banner