উত্তর চট্টলার অন্যতম ওমরাহ্ ও হজ্ব সেবাদানকারী প্রতিষ্ঠান নিপা ট্রাভেলস এন্ড হজ্ব কাফেলা থেকে আগামী ১০ ডিসেম্বর ২৫ জনের একটি কাফেলা নিয়ে পবিত্র ওমরাহ হজ্বের উদ্দেশ্যে যাত্রা করবেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা আমিরুল হুজ্বাজ এম এ মালেক সিদ্দিকী।
এই উপলক্ষে ওমরাহ যাত্রীদের নিয়ে প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা ৭ ডিসেম্বর শনিবার দুপুরে জলিলনগরস্থ হাজী আবছার মার্কেটের ২য় তলায় অবস্থিত খানকায়ে কাদেরীয়া তৈয়্যবিয়ায় অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন আল্লামা দোস্ত মোহাম্মদ (রঃ) ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা সৈয়দ মোহাম্মদ জুননুরাঈন। সভাপতিত্ব করেন নিপা ট্রাভেলস এন্ড হজ্ব কাফেলার প্রতিষ্ঠাতা আমিরুলহুজ্বাজ এম এ মালেক সিদ্দিকী।
এসময় তিনি ওমরাহ যাত্রীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খানকায়ে কাদেরীয়া তৈয়্যবিয়ার ইমাম মাওলানা আব্দুস সালাম আলকাদেরী, নিপা ট্রাভেলস এন্ড হজ্ব কাফেলার ম্যানেজার মোহাম্মদ এসকান্দর হোসেন, গহিরা আলিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন, গোলাম দস্তগীর রাব্বী, প্রতিষ্ঠানের কর্মকর্তা মোহাম্মদ রাজু প্রমুখ।
উল্লেখ্য, নিপা ট্রাভেলস এন্ড হজ্ব কাফেলা থেকে যে কারো বদলী হজ্ব করার বিশেষ সুবিধা রয়েছে
আপনার মতামত লিখুন :