Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
সেবাশ্রমের রাধাকৃষ্ণ উদ্যোগে 

রাউজানে ৩৫ তম রাসপূজা ও ষোড়শ প্রহরব্যাপী মহোৎসব 


দৈনিক পরিবার | মিলন বৈদ্য শুভ নভেম্বর ১৮, ২০২৪, ১০:০১ পিএম রাউজানে ৩৫ তম রাসপূজা ও ষোড়শ প্রহরব্যাপী মহোৎসব 

রাউজান বিনাজুরী রাধাকৃষ্ণ সেবাশ্রমের উদ্যোগে সার্বজনীন ৩৫ তম রাসপূজা,মহতী ধর্মীয় সভা, শুভ অধিবাস কীর্ত্তন, নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান, লীলা প্রদর্শন, ষোড়শ প্রহরব্যাপী মহানামযজ্ঞ উদযাপন করা হয়েছে। ১৪, ১৫, ১৬ ও ১৭ নভেম্বর রোজ বৃহস্পতি, শুক্র, শনি ও রবিবার শুভ রাসপূজার অধিবাস পৌরোহিত্য করেন মানিক চক্রবর্ত্তী ও বিশ্বনাথ চক্রবর্ত্তী।
রাধাকৃষ্ণ ও নারায়ণ পূজা, ভোগ আরতি পরিচালনা করেন জয় মোহন  দাশ, পংকজ আচার্য্য, রাধা সরকার, অনিমা মহাজন, শিউলী মুহুরী, সিমলা মিহুরী, বকুল দেব, অঞ্জু বিশ্বাস, লাকী মুহুরী, সোমা মুহুরী, শিখা চক্রবর্ত্তী, সোমা চৌধুরী।
গীতা পাঠ পরিচালনা করেন শ্রীমা মুহুরী, সনজীব মল্লিক, রাকেশ মুহুরী।
বিশেষ অতিথি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রূপালী সরকার, ডাঃ সুধীর চক্রবর্ত্তী, রতন মুহুরী, আশুতোষ দে, কাঞ্চন দত্ত, ডাঃ প্রদীপ চক্রবর্ত্তী, অরুণ সরকার, তপন চৌধুরী, প্রকৌশলী রঘুনাথ চৌধুরী, কমলেন্দু শীল। 
বিনাজুরী রাধাকৃষ্ণ সেবাশ্রমের প্রতিষ্ঠাতা সভাপতি সাধন মুহুরী, সভাপতি শিক্ষক টিটন দেব, সহ সভাপতি মান্না চৌধুরী, মিঠু মহাজন, অভিজিৎ দেওয়ানজী, সাধারণ সম্পাদক অজয় মুহুরী, যুগ্ম সাধারণ সুজন বিশ্বাস রঞ্জন দেব, সুমন মহাজন, শিক্ষক সুজিত দেব, সাংগঠনিক সম্পাদক লিটন মল্লিক, রাজেশ বিশ্বাস, অলক সরকার, প্রভাস মুহুরী, দপ্তর সম্পাদক রাজেশ মুহুরী, অপু বিশ্বাস, সাধন দাশ, সাংস্কৃতিক সম্পাদক পংকজ আচার্য্য, শ্রীমা মুহুরী, অমি মুহুরী, তূর্ণা মল্লিক, স্নেহা মজুমদার, মহিলা সম্পাদিকা দেবী মহাজন, রত্না মুহুরী, লাকী মুহুরী, জোনাকি মুহুরী, রিমা মুহুরী। উক্ত রাস মহোৎসব হাজার হাজার পূর্ণতা ভক্ত বৃন্দ সমবেত হয়।

Side banner