বগুড়ার সোনাতলায় ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে দামোদর মাস পালিত হচ্ছে। মাসব্যাপী এ অনুষ্ঠান সোনাতলা পৌরধীন রাম নারায়ণ বিহানি সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দিরে ভক্তবৃন্দের উপস্থিতিতে প্রতি রাত ৬টা থেকে ১০টা অনুষ্ঠিত হচ্ছে।
এ অনুষ্ঠানে প্রদিপ প্রজ্বলন, ধর্মীয় কীর্তন, শাস্ত্র গ্রন্থাদি পাঠ শেষে ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করছে আয়োজক কমিটি।
ভক্তরা জানান, ভগবান শ্রী দামোদরের প্রিয় কার্ত্তিক মাস যে ব্যক্তি কার্ত্তিক ব্রত পালন করে না, সে ব্রহ্মঘাতী, গো ঘাতী, স্বর্ণ অপহারী ও সদা মিথ্যাবাদী হয়ে থাকে। ঘৃত বা তিলের তৈল যুক্ত কর্পূর মিশ্রিত প্রদীপ দ্বারা ভক্তি সহকারে ভগবানের চরণে চার বার, নাভি দেশে দুই বার, মুখ মন্ডলে তিনবার এবং সর্বাঙ্গে সাতবার ডানদিক থেকে প্রদীপ ঘুরিয়ে আরতি করলে ভালো ফলাফল পাওয়া যায়।
এ প্রসঙ্গে আর একটি কাহিনী আছে কোন এক মুষিকা (স্ত্রী ইঁদুর) কার্তিক বা দামোদর মাসে একাদশীর দিনে ঘটনাক্রমে অন্যের জ্বালানো প্রদীপের তেল খেতে গিয়ে তার মুখের সাহায্যে প্রদীপের শৈলত্যে জাগিয়ে দেয়। ফলে প্রায় নিভে যাওয়া প্রদীপের আলো আরো উজ্জ্বল হয়ে উঠে এবং এই সুকৃতির ফলে তার বৈকুণ্ঠ গতি লাভ হয়। শাস্ত্রে আরো বলা হয়েছে, যদি কেউ প্রদীপ দেখাতে নাও পারে শুধুমাত্র প্রদীপ প্রজ্জ্বলিত বিষ্ণু মন্দির দর্শন করেন তবে সেই বংশের কেউ নরকগামী হন না।
আপনার মতামত লিখুন :