Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

রাউজানে স্বামী বিবেকানন্দ সংসদের উদ্যোগ শ্যামা পূজা অনুষ্ঠিত


দৈনিক পরিবার | মিলন বৈদ্য শুভ অক্টোবর ৩১, ২০২৪, ১০:৪৭ পিএম রাউজানে স্বামী বিবেকানন্দ সংসদের উদ্যোগ শ্যামা পূজা অনুষ্ঠিত

গত ৩০ অক্টোবর রোজ বুধবার দিনব্যাপী রাউজান উপজেলার অন্তর্গত পশ্চিম সুলতানপুর শ্রীরামকৃষ্ণ পল্লীতে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী সংগঠন স্বামী বিবেকানন্দ সংসদ প্রাঙ্গণে শ্রীশ্রীশ্যামা পূজা উদযাপন পরিষদের আয়োজনে ''শ্যামা পূজার ৫০ বৎসর পূর্তি'' অনুষ্ঠান বিভিন্ন বর্ণাঢ্য মাঙ্গলিক অনুষ্ঠান মালার মধ্যে দিয়ে সাড়ম্বরে অনুষ্ঠিত হয়।
৩ দিনব্যাপী মহতী আয়োজনের মধ্যে রয়েছে মঙ্গল শোভাযাত্রা, সন্ধ্যারতি, মায়ের অধিবাস, আলোচনা ও সম্মাননা প্রদান, ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, মায়ের পূজা, ৫০ প্রদীপ প্রজ্জ্বলন, ঢাকের তালে ধুনুচি নাচ, ধর্মীয় গীতিনাট্য-কালী কথা, প্রসাদ আস্বাদন সহ বহুমাত্রিক ভাগবতীয় আয়োজন।
অনুষ্ঠানের প্রথম দিনে গতকাল কর্মকর্তা শ্রী মিঠুন বিশ্বাসের সঞ্চালনে ও তরুণ সমাজকর্মী শ্রী জয় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ মাতৃতত্ত্ব আলোচনা করেন
বাংলাদেশ জাতীয় মাতৃভক্তি উদযাপন পরিষদ(ইঘগজঝঅ)'র কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও রাউজান ঐক্যবদ্ধ সনাতনী সমাজের অন্যতম উপদেষ্টা বিশিষ্ট চণ্ডী-গীতামৃত পরিবেশক, ধর্মতত্ত্ববিদ্ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গীতানুধ্যায়ী ডাঃ শ্রী সুপণ বিশ্বাস শঙ্করেশ।
বিশেষ আলোচনা ছিলেন প্রাক্তন ইউপি সদস্য, বিবেকানন্দ সংসদের আলোকিত উপদেষ্টা সমাজহিতৈষী শ্রী দুলাল কান্তি দে।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সর্বশ্রী সুমন দে, অন্তু, ছোটন চক্রবর্তী, রবিন, রিপন, উওম দে বাপ্পি।
প্রথম দিনে ধর্মীয় সঙ্গীতানুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় স্বামী বিবেকানন্দ গীতা বিদ্যাপীঠের শিল্পীবৃন্দ এবং প্রণাম ব্যান্ড'র শিল্পীবৃন্দ। 
উক্ত গৌরবদীপ্ত  পারমার্থিক মাতৃময় অনুষ্ঠানে  দূর দূরান্ত হতে বহুভক্তের সমাগম ঘটে।

Side banner